একজন সফল ব্লগার হতে হলে তাকে অনেক গুনের অধিকারি হতে হয়। ব্লগের ডিজাইন এবং ব্লগের পোস্টের মান ভাল করা এর মধ্যে অন্যতম। পোস্ট লেখার জন্য বিভিন্ন নিয়মনীতি আছে। যা নিয়ে বিভিন্ন লেখা দেখা যায় ইন্টারনেটে। কিন্তু আমার সব সময় তা পারি না কিন্তু আমি আমরা ব্লগের ডিজাইনটাকে সুন্দর করে ভিজিটরের দৃষ্টি আর্কষন করতে পারি। আজ আমরা দেখব যে কিভাবে ব্লগের ছবিতে রঙ্গিন ফ্রেম যোগ করা যায়। তাহলে চলুন দেখি কিভাবে কালার ফ্রেম যুক্ত করতে হবে ব্লগের ছবিতে।
১. প্রথমে আপনার ব্লগে লগিন করুন। এবং টেম্পলটি ইডিট করুন।
২. এবার ]]></b:skin>কোডটা খুজেবের করুন।
/* Image Frame shared by tipsworldbd.blogspot.com*/
div.post-body.entry-content{
margin-top:35px;
font-size:15px;
font-family:'Calibri';
color:#444444;
}
div.post-body img{
border: 10px double #D3D3D3;
max-width:500px;
max-height:auto;
margin-top:10px;
}
div.post-body img:hover{
border: 10px double rgb(10,218,243);
max-width:500px;
max-height:auto;
margin-top:10px;
}
৩. যদি পেয়ে থাকেন তাহলে নিচের কোডগুলো কপি করে ঠিক ]]></b:skin> এর পূর্বে পেষ্ট করুন।
৪. সর্বশেষ কাজ হল টেম্পলটি সেভ করা। সেইভ বাটনে ক্লিক করুন। এবার দেখুন আপনার ব্লগের ছবিগুলো। প্রয়োজনে রিফ্রেস করুন ব্লগটি।
আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...