পানবিবি টিউটোরিয়াল [পানবিবি বাংলা করা]

আগের পর্ব দেখে নিশ্চই সার্ভারে পানবিবি ইনষ্টল করতে পেরেছেন। আসুন আজ আমরা দেখি কিভাবে পানবিবির সব বাংলা করব।

ভূমিকা:

এ পর্বে আমরা দেখব কিভাবে পানবিবিকে বাংলা করা যায়। আপনি যদি বাংলা ফোরাম তৈরি করতে চান তাহলে অবশ্যই পানবিবিকে বাংলাতে রুপান্তর করতে হবে। আর এ কাজটি অত্যন্ত সহজে করা যায়। পানবিবিতে ডিফল্টভাবে ইংরেজি থাকে। বাংলা করতে হলে আপনাকে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করতে হবে।

ডাউনলোড:

পানবিবির লেটেষ্ট ভার্সন (১.৩x) এর জন্য ত্রিভুজ নেটওয়ার্কের করা এই প্যাকটি ডাউনলোড করুন। আর অন্যান্য ভার্সন (১.২x) এর জন্য কোডার ভাইয়ের এটি ডাউনলোড করতে পারেন।

ব্যবহার:

ডাউনলোড শেষে প্যাকটি আনজিপ করুন। Bangla নামে একটি ফোল্ডার পাবেন। এরপর আপনি আপনার এফটিপি দিয়ে আপনার সাইটের /htdocs/lang এ ফোল্ডারটি আপলোড করুন। তারপর আপলোড হয়ে গেলে আপনার ফোরামে লগইন করুন। এখন আপনার ফোরামে দুই জায়গায় বাংলা করতে হবে। (পরবর্তীতে আর বাংলা করা লাগবে না; ডিফল্টভাবে বাংলা সেট হয়ে থাকবে)

১। অ্যাডমিন প্যানেলে: ফোরামে লগইন করে Administration এ যান।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-10.gif

তারপর এখান থেকে Settings এ যান। এখান থেকে Default language এ বাংলা সিলেক্ট করুন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-11.gif

২। প্রোফাইলে: এখনও বাংলা দেখতে পারছেন না!! কারন আপনার প্রোফাইলে বাংলা সিলেক্ট করা নেই তাই। এখন আপনার প্রোফাইলে যান

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-12.gif

তারপর একইভাবে এখান থেকে Settings এ যান। এখান থেকে Default language এ বাংলা সিলেক্ট করুন । তাহলেই সব বাংলা দেখতে পারবেন।

আশাকরি পেরেছেন।

পোষ্টটির সূত্র

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাঙ্ক ইউ ভাইয়া। সবগুলো টিউটোরিয়াল পেলে কাজ শুরু করব। 😀

মনে হয় ভালো কাজে দিবে আপনাকে অনেক ধন্যবাদ