মোবাইলের জন্য আলাদা সাইট তৈরি করবেন না রেসপনসিভ ডিজাইন করবেন?

রেসপনসিভ ওয়েব ডেভলপমেন্ট বর্তমান ওয়েবসাইট জগতে এক বিশাল সাফল্য বয়ে নিয়ে এসছে। রেসপনসিভ ডিজাইন চালু হওয়ার আগে বিভিন্ন ডিভাইস, স্কিন সাইজ, রেজলেশন ইত্যাদির ওপর ভিত্তি করে একটি সাইটেরই বিভিন্ন ভার্সন তৈরি করা হতো। সাধারনভাবে কম্পিউটার উপযোগী করে একটি ভার্সন এবং মোবাইলের জন্য একটি ভার্সন তৈরি করতেন ডেভলপাররা। কিন্তু কম্পিউটার উপযোগী সাইটটি মোটামুটি সকল কম্পিউটারে ভালোভাবে দেখা গেলেও মোবাইল উপযোগী সাইটগুলো বেশিভাগ মোবাইলেই ঠিকমতো দেখা যেতো না। কারন বিভিন্ন মডেলের মোবাইলের স্কিন সাইজ ও রেজলুশন বিভিন্ন হয়ে থাকে। আর এভাবে একটি সাইটের দুই ভার্সন তৈরি করতে খরচও পড়তো দ্বিগুন।

এসব সমস্যা সমাধান এর জন্যই রেসপনসিভ ওয়েব ডিজাইনের যাত্রা শুরু। রেসপনসিভ ওয়েব ডিজাইনে CSS-3 এর কোড ব্যবহার করে এমনভাবে ডিজাইন করা হয় যেন সাইটটি যে কোনো স্কিনেই পূর্নাঙ্গভাবে প্রদর্শিত হতে পারে। এর ফলে সাইটটির আলাদা ভার্সন তৈরির প্রয়োজন পড়ে না একটি ডিজাইন দিয়েই সব ডিভাইস উপযোগী করে তোলা যায়। এর ফলে কোনো সাইট তৈরি জন্য খরচও প্রায় অর্ধেকে নেমে আসে।

প্রশ্ন হতে পারে, রেসপনসিভ ডিজাইন না করলে আর কী কী ক্ষতি হবে?

আপনার ব্লগ বা সাইটটি শুধুমাত্র যে এক ধরনের ডিভাইস ব্যবহারকারিই ব্যবহার করে তা কিন্তু নয়। প্রায় সকল ধরনের ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাবলেট, অ্যান্ড্রোয়েড, ব্ল্যাকবেরি, ল্যাপটপ, ডেক্সটপ ইত্যাদি ডিভাইস থেকে আপনার প্রচুর ভিজিটর থাকতে পারে। আপনার সাইটটি যদি শুধু কম্পিউটার উপযোগী হয় তাহলে অন্যান্য ডিভাইস ব্যবহারকারিদের স্কিনে আপনার সাইটটি ঠিকমতো দেখা যাবে না। লেখা গুলো ভাঙা ভাঙা দেখা যাবে। নিচে স্ক্রলবার আসবে ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দেবে যা ব্যবহার কারিদের জন্য বিরক্তিকর। ফলে ব্যবহারকারীরা আপনার সইটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এবং আপনার প্রতিযোগী সাইটগুলোতে যদি রেসপনসিভ করা থাকে তাহল তো কথাই নেই। অধিকাংশ ভিজিটরই আপনার সাইট ত্যাগ করে সেই সাইট ব্যবহার শুরু করবে!
 
 
তাই ব্যবহার কারিদের সুবিধা এবং ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য ওয়েবসাইট রেসপনসিভ করা জরুরী। এটি অনলাইনে ব্যবসা প্রসারেও গুরুত্বপুর্ন ভুমিকা রাখে। তাই এ কথা নিশ্চিত যে মোবাইলের জন্য আলাদাভাবে সাইট তৈরি করার চেয়ে রেসপনসিভ ডিজাইন করাই সবচেয়ে ভালো পদক্ষেপ।

Level 0

আমি মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চট্টগ্রামে আউটসোর্সিং ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষন প্রদানকারী অনেক পুরোনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিস্তারিত জানতে ক্লিক করুন মাইসিসের ওয়েবসাইটে । আমাদের ওয়েবসাইটঃ http://misysinstitute.com ব্লগ: http://misysinstitute.com/blog/ ফ্রিল্যান্সিং টিপস সমৃদ্ধ ফ্যান পেইজঃ http://fb.me/MISYSInstituteOfIT


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রেসপনসিভ ডিজাইন নিয়ে চট্টগ্রামে একটি ফ্রি সেমিনার হবে আগামী ২৪ তারিখে যেটি পরিচালনা করবেন টেকটিউনস এর জনপ্রিয় টিউনার নিশাচর নাইম। ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/155709381279794/

Level 0

Awesome just awesome article. I think this article may help my friend also that’s why I just share this article with my facebook. I am a regular reader of this blog.
I learn a lot from your writing. Once again want to tell you good job.
Thank you.

You are welcome to my blog post: The Best Way to Buy Car

Level 0

ঢাকায় কোনো সেমিনার অনুষ্ঠিত হলে…………..জানাবেন!!!