নিজেই শিখুন ওয়েব ডিজাইন (পর্ব-৩ )।

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।

আমরা  html নিয়ে আলোচনা করছিলাম।
আমরা ওয়েব-পেজে আনেক ছবি দেখে থাকি।  ছবির মধ্যে দিয়ে ওয়েব-পেজকে আনেক সুন্দর দেখা যায়।
এখন আমরা ওয়েব-পেজে (image/ছবি )কি ভাবে আনতে হয় তাই আলোচনা করবো । মনে রাখতে হবে যে  আমাদের fileটি যে file-এই saveকরবো তাতে সে image টি এনে রাখতে হবে।

প্রথমে আমরা Computer এর মধ্যে যে Notepad টি রয়েছে সেটি open করবো  ঠিক এই ভাবে লিখতে হবে।

<img src=”432654.jpg”>

লেখা শেষ করার  জন্য </body>এবং </html>লিখতে হবে। (432654.jpg হল image এর নাম)  image টি jpg/gif তা দেখে নিতে হবে। jpg/gif ইত্যাদি না দেওয়া হয় তা হলে image টি আসবেনা।
যদি আরও image দিতে চান। তাহলে image এর নাম পরিবর্তন করে copy করে  paste করলেই হবে।
save করার জন্য যে কোন নাম দিয়ে (.)ডট এর পর html লিখে save করব। যেমনঃ
post.html
যদি  (.html) না দেওয়া হয় তা হলে ওয়েব-পেজেটি আসবেনা।

নিচে বিস্তারিত আলোচনা করা হল।
<html>
<body>

<p>
An image:
<img src=”smiley.gif” alt=”Smiley face” width=”32″ height=”32″ />
</p>

<p>
A moving image:
<img src=”hackanm.gif” alt=”Computer man” width=”48″ height=”48″ />
</p>

<p>
Note that the syntax of inserting a moving image is no different from a non-moving image.
</p>

</body>
</html>

save করার জন্য যে কোন নাম দিয়ে (.)ডট এর পর html লিখে save করব। যেমনঃ
post.html
যদি  (.html) না দেওয়া হয় তা হলে ওয়েব-পেজেটি আসবেনা।

আমাদের পরবর্তী টিউন পাবলিশ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

ওয়েব ডিজাইন এর সকল পর্বগুলো পূর্বে এখনে লেখা হয়েছিল। আপনাদের কার যদি একটু সময় থাকে তাহলে এই সাইটে visit করে আসলে খুশি হতাম ।
আমাকে ফেসবুকে পেতে এইখানে ক্লিক করেন।

Level 0

আমি salehahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank you, vai.