নিজেই শিখুন ওয়েব ডিজাইন পর্ব-১ ।

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েব ডিজাইন নিয়ে আলোচনা করছিলাম।

ওয়েব ডিজাইন শিখতে হলে প্রথমে যে বিষয়গুল  জানতে হবে তা হল

১।html
২।css
৩।php

আমরা প্রথমে html নিয়ে আলোচনা করবো। html পূর্ণরূপ হল  hyper text markup language । আমরা এখন html এর ব্যাবহার দেখবো।
প্রথমে আমরা Computer এর মধ্যে যে Notepad টি রয়েছে সেটি open করবো এবং তার মধ্যে লেখা শুরু করার  জন্য <html>এবং <body>  লিখে  (এর মধ্যে যা কিছু লেখা হবে  তাই ওয়েব-পেজে দেখা যাবে )  এবং  লেখা শেষ করার  জন্য </body>এবং </html>লিখতে হবে।
যেমনঃ
<html>
<body>
islam is complete code life.
</body>
</html>

save করার জন্য যে কোন নাম দিয়ে (.)ডট এর পর html লিখে save করব। যেমনঃ
post.html
যদি  (.html) না দেওয়া হয় তা হলে ওয়েব-পেজেটি আসবেনা।
ঠিক এই ভাবে লিখলে ওয়েব-পেজে এই  লিখাটি আসবে (islam is complete code life.)
নিচের পর্ব গুলোতে html নিয়ে আরও আলচনা করা হল।

আপনার ইচ্ছা থাকলে খুব কম সময়ে W3schools.com দ্বারা ওয়েব ডিজাইন শিখতে পারেন।

আমাদের পরবর্তী টিউন পাবলিশ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

ওয়েব ডিজাইন এর সকল পর্বগুলো পূর্বে এখনে লেখা হয়েছিল। আপনাদের কার যদি একটু সময় থাকে তাহলে এই সাইটে visit করে আসলে খুশি হতাম ।
আমাকে ফেসবুকে পেতে এইখানে ক্লিক করেন।

Level 0

আমি salehahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই দয়া করে পোষ্ট একটু লম্বা করলে ভাল হতো।

Level 0

ঠিক আছে ভাই । আগামীতে লম্বা করার চেষ্টা করবো। আপনাকে ধন্যবাদ ।

Level 0

আমি একটি রেডি Blogspot Site কিনতে চাই । কেউ Sell করলে Please জানাবেন।
যোগাযোগঃ 01837003939 ; 01765861706
Email : [email protected]