আমরা দেখে থাকি বিভিন্ন ওয়েব সাইটে ফোরাম যুক্ত করা থাকে।ফোরামের মাধ্যমে ভিজিটরের সাথে সাইটের যোগাযোগ আরো শক্তিশালী হয়।তাছাড়া ফোরাম জনপ্রিয় করতে পারলে আপনার সাইটের পেজ ভিউ এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।আজ আমরা দেখব কিভাবে আপনার ব্লগার সাইটে ফোরাম যুক্ত করবেন।
"Forum"
ব্যাস,পোস্টে কিছু লেখার দরকার নেই।পাবলিশ করে দিন।শুধু এই পেজের এ্যড্রেস আলাদা জায়গায় কপি করে রাখুন।
আপনার এ্যড্রেস এমন হবে "http://YOURDOMAINNAME.blogspot.com/p/forum.html"
এরপর এই লিঙ্কে যান
এখানে একটি একাউন্ট খোলেন।
ইমেইল কনফার্ম করার পরে,আবার লগ ইন করুন।উপরের দিকে দেখতে পাবেন,
এখানে ক্লিক করুন এবং কোডটা কপি করে রেখে দিন।
ব্লগার থেকে আপনার টেম্পলেট এডীটে যান এবং নিচের কোডটি খুজে বের করুন।
<div id='content-wrapper'>
নিচের কোডটি উপরের কোডের ঠিক আগে পেস্ট করুন
<b:if cond='data:blog.url == "আপনার ব্লগের ফোরাম এ্যড্রেস"'>NABBLE থেকে কোড</b:if>
</head>
<b:if cond='data:blog.url == "আপনার ব্লগের ফোরাম এ্যড্রেস"'><style type='text/css'>#content-wrapper {display:none !important;}</style></b:if>
ব্যাস সেভ করে বের হয়ে আসুন।আশা করি আপনার ফোরাম হয়ে গেছে।এবার আপনার ফোরামে গিয়ে আপনার নিজের মত করে কাস্টমাইজ করে নিন।
আপনি এভাবে ৩০ দিন ব্যাবহার করতে পারবেন।তারপর আপনাকে আপগ্রেড করতে হবে।আপগ্রেড করতে না পারলে তারা আপনার ফোরামে তাদের বিজ্ঞাপন দিবে।
আমি agro। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice post