ব্লগারে নতুন ইন্টারফেস আসার পর অনেক কিছুর পরিবর্তন এসেছে, অনেকে ব্লগারে কাস্টোম ডোমেইন সেটআপ করতে সমস্যায় পরেছেন বলে জানিয়েছেন , তাদের সমস্যা সমাধান করতেই এই পোস্ট । তবে বাংলাদেশী কিছু কোম্পানিতে এই পদ্ধতি কাজ নাও করতে পারে ,
প্রথমে ব্লগারডটকমে লগইন করুন ও Setting ক্লিক করুন ।
তারপর Basic অপশনে ক্লিক করুন ।
এবার Add a custom domain ক্লিক করুন ।
এরপর Switch to advanced settings ক্লিক করুন ।
এবার আপনার ডোমেইন নাম www সহ নিচের চিত্রের মত বসিয়ে Save ক্লিক করুন ।
Save ক্লিক করলে আপনার ডোমেইন ভেরিফাই করতে বলবে ও নিচের চিত্রের মত ভেরিফাই কোড দিবে ।
এবার আপনি আপনার ডোমেইন কন্ট্রোলে লগইন করুন আমি http://www.namecheap.com লগঅন করে দেখাচ্ছি ।
আপনার ডোমেইন সিলেক্ট করুন, তারপর All Host Records ক্লিক করে ডোমেইন সেটআপ পেজে যান
এবার নিচের চিত্রের মত ব্লগারের তথ্য গুলো বসান ।
যেমনঃ
@ অপশনে http://www.yourdomainname.com URL Redirect <সিলেক্ট করুন > 1800
www ghs.google.com CNAME <সিলেক্ট করুন > 1800
Subdomains Settings এ আপনার ভেরিফাই কোড বসান
7n4eardmhgfd gv-d2ehjjfkbatlpqr.dv.googlehosted.com CNAME <সিলেক্ট করুন > 1800
সবকিছু ঠিকঠাক মত বসিয়ে Save Changes ক্লিক করে ব্লগারে ফিরে যান ।
এবার নিচের চিত্রের মত Save ক্লিক করুন ।
এবার দেখুন ডোমেইন সেট হয়ে গেছে ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
আপনি namesilo থেকে সেটআপ করতে চাইলে এটা দেখতে পারেনঃ http://www.tipsntricksworld.com/2013/01/how-can-i-setup-custom-domain-in.html