শখের বশেই হোক অথবা পেশাদারীত্ব, হিসাব করলে দেখা যাবে টিকেটিউন্সের ৭০% টিউনারেরই একটি নিজস্ব ব্লগ রয়েছে। আর ব্লগের কথা আসলে আরো বলতে হয় যে এই ৭০% ব্লগারের বেশীরভাগই ব্লগিং এর জন্যে বেছে নিয়েছেন ওয়ার্ডপ্রেসকেই। তবে অনেকেই মনের মত করে সাজিয়ে নিতে পারছেন নিজের ব্লগ। আর যেহেতু টেকটিউন্সে একটা উৎসব উৎসব ভাব চলছে, তাই ভাবলাম টিউনার বন্ধুদের কিছু ওয়ার্ডপ্রেস থীম উপহার দেই। তাই আর কথা না বাড়িয়ে থীমগুলো দেখে নেই -
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
গুগল ক্রোমের থীমও আছে দেহি ভালা ভালা ।:)