টিউনারদের জন্যে কিছু জোসস্ ওয়ার্ডপ্রেস থীম!

শখের বশেই হোক অথবা পেশাদারীত্ব, হিসাব করলে দেখা যাবে টিকেটিউন্সের ৭০% টিউনারেরই একটি নিজস্ব ব্লগ রয়েছে। আর ব্লগের কথা আসলে আরো বলতে হয় যে এই ৭০% ব্লগারের বেশীরভাগই ব্লগিং এর জন্যে বেছে নিয়েছেন ওয়ার্ডপ্রেসকেই। তবে অনেকেই মনের মত করে সাজিয়ে নিতে পারছেন নিজের ব্লগ। আর যেহেতু টেকটিউন্সে একটা উৎসব উৎসব ভাব চলছে, তাই ভাবলাম টিউনার বন্ধুদের কিছু ওয়ার্ডপ্রেস থীম উপহার দেই। তাই আর কথা না বাড়িয়ে থীমগুলো দেখে নেই -

১. Irresistible

irresistible-big

২. Demet

demet-magazine-big

৩. P2

P2-big

৪. WPESP Portfolio

WPESP-portfolio

৫. DarkHive

magpress-big

৬. Google Chrome

chrome-theme

৭. Gallery

gallery

৮. Selecta

Selecta

৯. BlackPower

blackpower

১০. Scarlett

scarlett

১১. Freemium

FreebiesDock

১২. iBusiness

ibusiness

১৩. Meganews

meganews

১৪. Snapshot

Snapshot

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগল ক্রোমের থীমও আছে দেহি ভালা ভালা ।:)

Level 0

ধন্যবাদ টিনটিন ভাই ।

শেয়ার করার জন্য ।

বস থিমগুলো জোসস, তয় টেকটিউনসের এডমিন প্যানেলে থাকায় কিছু শিখতে পারব বলে আশা করি। টেকটিউনসে আসার পিছনে সবচেয়ে বড় কারন হল নতুন কিছু শিখা। ধন্যবাদ টিনটিন ভাই………………….

ব্যক্তিগতভাবে P2 আমার দারুন পছন্দের। এই থিম এপ্লাই করে আমি একটি ওয়ার্ডপ্রেস ব্লগকে ডায়েরী হিসেবে ব্যবহার করি। 🙂

ব্লগস্পটে কি এগুলো ব্যবহার করা যাবে?

    দুঃখিত ব্লগস্পটে এগুলো ব্যবহার করা যাবে না। আপনি গুগলে সার্চ দিয়ে আপনার পছন্দের ব্লগস্পটের টেমপ্লেটটি খুজে বের করুন। ধন্যবাদ…………………..

    হাসিব মিয়া স্বভাব চরিত্তে দেহি ব্যাপক অধ:পতন হইছে তোমার ।মাইয়া নিক দেথলেই………………………………………….

    আরে বস আমি মনে করেছিলাম সোহান ভাই অফলাইনে তাই আমি তার উত্তরটা দিয়েছিলাম

নাহ ….. এগুলো ওয়ার্ডপ্রেস থীম …… তবে ব্লগস্পটের জন্যে ওয়ার্ডপ্রেস লুকেরও থীম রয়েছে ….. সার্চ দিয়ে দেখতে পারেন।

    তয় বস আমার কাছে কিন্তু Freemium থিমটা জটিল লাগছে

    ধন্যবাদ।

Level 0

পছন্দ হইছে। অত্যাইন্ত (অত্যন্ত) সৌন্দর্য্য।

টিনটিন ভাই, রাতেই বললেন, সকালে উইঠাই দেহি টিউন ফাস কইরা ফালাইছেন। বাবছিলাম নতুন কিছু পামু, এগুলান সব গুলাই আমার কাছে আছে। তার পরেও শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমি সবার থেকে একটু ভিন্ন কথা বলবো মাইন্ড খাইও না। তা হল টিউনটা টিনটিন এর কোয়ালিটির সাথে যায় না। যাক তারপরও একেবারে নতুনদের হয়তো কাজে লাগতে পারে সেজন্য ধন্যবাদ।

    এইসব কথাতো ভাই পার্সোনালি চ্যাট এ বলা যায় ।নাকি ।পাবলিকলি এইভাবে বলা ঠিক না।আমিও অনেককে অনেক ব্যাপারে বলি কিন্তু তা পাসোর্নালি বলি।মাইক দিয়া চিল্লাই চিল্লাই না।আশা করি বুঝতে পারছেন।

    এই কথাটাও বলা যাবেনা?

2নং টা ভালো লেগেছে।

Level 0

থীম গুলো খুব সুন্দর ভাইয়া । ধন্যবাদ আপনাকে ।

Black Power টা বেশ ভালো লাগলো