একজন ওয়েব ডিজাইনার সচারচর যে ভুলগুলো করে থাকেন

যখন একটি ওয়েব সাইট তৈরি করা হয় তখন অনেকগুলো জিনিস মাথায় রেখে কাজ করতে করতে হয় ।

atlanta_web_design_icon

তবে, বেশকিছু ওয়েব ডিজাইনার এসব জিনিস বাদ দিয়ে যান ।

তাই, আজ আমি আলোচনা করবো একজন ওয়েব ডিজাইনার সচারচর যে ভুলগুলো করে থাকেনঃ

  1. অনেকে ওয়েব সাইট তৈরি করার সময় ওয়েব  পেইজ এ অতিরিক্ত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেন । যা পেইজ লোড হওয়ার গতি কমিয়ে দেয় । আবার অনেকে অ্যাংকর টেক্সট এ জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেন যা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ ক্ষতিকর প্রভাব ফেলে ।
  2. ওয়েব সাইটে অতিরিক্ত ফ্রেম ব্যবহার করার ফলে ওয়েব সাইটটি ওয়েব ব্রাউজারে ভালভাবে প্রদর্শিত হয় না । এছাড়া, ওয়েব ব্রাউজার দ্বারা পেইজ নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় । যেমনঃ সাইট বুকমার্ক করতে সমস্যা হওয়া, পেইজ লোড হতে সমস্যা ইত্যাদি ।
  3. অনেক ওয়েব পেইজ এ দেখা যায় যে, ওয়েব পেইজ এর কিছু লিঙ্ক ভিজিট করার পর লিঙ্ক এর রঙ এর কোন পরিবর্তন হয় না । এতে, ভিজিটর সাইটে গিয়ে হারিয়ে যান । অর্থাৎ, ভিজিটর বুঝতে পারেন না সে  কোন  কোন লিঙ্ক ভিজিট করেছেন ।
  4. ওয়েব পেইজ এ অতিরিক্ত স্টাইলসীট ব্যবহার করাও ওয়েব পেইজের জন্য খুবই ক্ষতিকর ।
  5. অনেকে ওয়েব সাইটে নেভিগেশন ব্যবহার করেন না । এতে ভিজিটর খুবই বিরক্ত বোধ করেন । অর্থাৎ, ধরুন আপনার সাইটে ৫০ টি পেইজ আছে । এখন ভিজিটর যদি ৫০ নম্বর পেইজ ভিজিট করতে চান তাহলে সে অবশ্যই ৫০ বার ক্লিক করবেন না ।

একজন ওয়েব ডিজাইনারকে ওয়েব পেইজ ডিজাইন করার সময় উপর্যুক্ত দিক মাথায় রেখে কাজ করা উচিত ।

ধন্যবাদ সবাইকে ।

ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন ।

 

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের জিহাদুর রহমান ।
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে।

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

thanks

সাধারণত থিমসগুলির নেভিগেশনে অটোমেটিক হোমপেজ শো করে, অনেক ওয়ার্ডপ্রেস থিমস আছে, যেগুলিতে নেভিগেশনে হোম নামে কোন পেজ শো করেনা। এক্ষেত্রে নতুন ডিজাইনারা সমস্যাতে পড়েন।

জেনে রাখলুম । ধন্যবাদ

nice

সাইট নেভিগেশন নিয়ে টিউন চাই।

ওয়েব পেইজ এ অতিরিক্ত স্টাইলসীট ব্যবহার করাও ওয়েব পেইজের জন্য খুবই ক্ষতিকর ।??????? কিভাবে একটু বুঝিয়ে বলবেন?

Please can u help what kinds of mistake happened in my site…? Suggest please. http://www.techinfobd.net

খুব ভাল গেলেছে ভাইয়া, আশা করি আরো ভালো টিপ্স পাব