বন্ধুরা সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি লিখতে বসলাম আজ আমি আপনাদের ব্লগ সাইট এর জন্য সুন্দর একটা টেমপ্লেট এর সন্ধান দিব। আশা করি পোস্টটি আপনাদের যাদের ব্লগ সাইট আছে তাদের উপকারে আসবে।
ক্যাস্পার উইন্ডো টেমপ্লেট এ আছে ৭ টি মেনু বার তাই এই টেমপ্লেট এ আছে ইচ্ছা মত লিঙ্ক যোগ করার সুযোগ।
টেমপ্লেটটির ফুটার এ আছে তিনটি ভাগ অর্থাৎ এখানে আপনি তিনটি গেজেট ব্যবহার করতে পাবেন।
আপনার সম্প্রতি করা পোস্ট গুলো এই টেমপ্লেট এ অ্যানিমিশন আকারে প্রকাশিত হবে যা সাধারণত ব্লগ সাইট গুলোর টেমপ্লেট এ হয় না ।
হোমে পেজ এ থাকছে চমৎকার এই অপশনটি যা আপনার ব্লগ সাইট কে করবে আরও সুন্দর।
Related Articles:এই অপশনটি অত্যন্ত উপকারি যেকোনো ওয়েব সাইটের জন্য। এই অপশনটির জন্য আপনার ব্লগ এর কোন পোস্ট দেখার সময় ভিসিটর আপনার সাইট এর এ ওই ধরনের আর একটি পোস্ট এর লিঙ্ক এমনিতে পেয়ে যাবে।
Template Download:
Zip ফাইলটি Download করে Extract করতে ভুলবেন না
মেনু বারে লিঙ্ক যোগ করারা নিয়ম:
এখন আপনি দেখতে পারবেন এরকম একটি ( ‘ # ‘ ) HTML এবার আপনি
এই চিহ্ন( # )এর যায়গায় আপনার পছন্দের লিঙ্কটি দিয়ে Replace করুন এবং অবশই আপনার
দেয়া লিঙ্কটি দুই কমার( ‘ ‘ ) ভিতরে রাখবেন অর্থাৎ কমা বাদ দিয়ে শুধু (#)এটি পরিবর্তন করুন ।
# এর যায়গাতে আপনার লিঙ্ক এবং Menu 1 এর যায়গাতে আপনি যে লিঙ্ক দিলেন তার নাম।
অর্থাৎ আপনি যদি কোন ভিডিও ফাইল এর লিঙ্ক দেন তাহলে সেটির নাম।
For Example
Before: href=’#'>Menu 1</a></li>
After:href=’http://kasperwindow.videoegth246522vdf/‘ > Video Zone </a></li>
আমি Aehtasham Aumee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune