আসসালামুয়ালায়কুম ওয়ারাহ মাতুল্লাহ।
“আজকে একজন ফোন করে জানতে চেয়ে বললঃ ভাই হতে চাচ্ছি ওয়েব ডেভেলপার তাই অনলাইনের সাহায্যে ও নিজের প্রচেষ্টায় কাজ শেখা শুরু করে দিলাম। কিন্তু এক জায়গায় জানতে পারলাম ওয়েব ডেভেলপার হতে হলে নাকি ফটোশপ জানতে হবে? কিন্তু আমি তো ফটোশপ এর কিছুই বুঝিনা। শুধু ছবি ক্রোপ করতে পারি।“ আমি মনে করি আজকে এই ছেলেটি যেই প্রশ্নটি করেছে এরকম প্রশ্ন প্রথমবস্থায় সবাই করে। আমি নিজেও শুরুর দিকে এই প্রশ্নটা করেছিলাম এক অভিজ্ঞ বড়ভাইকে।
আপনি চাচ্ছেন ডিজাইনার হতে তো আমরা ডিজাইন বলতে তো ফটোশপকেই বুঝি। যা দিয়ে মনের মাধুরী দিয়ে আঁকা যায় ছবি। তো আপনি যখন একটা ওয়েব পেজ ডিজাইন করবেন তাহলে তো অবশ্যই আপনি স্থির করবে যে পেজটি দেখতে কেমন হবে?
এবার মূল প্রসঙ্গে আসি, কেমন! সাথেই থাকুন।
আপনি যদি একাধিক সাইট ভিজিট করে থাকেন তাহলে নিশ্চয় দেখেছেন ওয়েব সাইটগুলোতে রয়েছে সাইটের নাম, বাহারি ডিজাইনের লোগো, হেডার ও ন্যাভিগেশন বার, মানানসই ও উপযুক্ত জায়গায় ছবি ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর অবস্থান পেজের কোন পাশে কোনটা বসবে তার সঠিক রুপ দিতে অবশ্যই পেজটি আগে ফটোশপে অংকন করে নিতে হবে। ফটোশপে আপনি যখন আপনার সাইটটি ডিজাইন করার জন্য কাজ করবেন তখন আপনি চাইলেই ওয়েব পেজের বিভিন্ন বিভিন্ন অংশ এডিট করে দেখতে পারবেন। এরপর আপনি যখন ফটোশপেই বানিয়ে ফেলবেন আপনার কাঙ্ক্ষিত ওয়েব পেজটি এটাকে বলা হয় PSD Teemplate। তারপর আপনি এইটা HTML ও CSS দিয়ে এর সঠিক রুপ দিবেন। এর মাধ্যমে আপনি পিএসডি ফাইল সম্পর্কেও জেনে গেলেন।
এখন তো ফ্রিলান্সিং মার্কেটপ্লেস গুলোতে ফটোশপ দিয়ে ওয়েব পেজ তৈরি মানে PSD টেমপ্লেট বানানোর প্রচুর কাজ পাওয়া যায়। ওয়েবসাইটের লোগো তৈরিতে ফটোশপ এর অবদান অসামান্য। যদিও এক্ষেত্রে ইলেস্ট্রাটর এর ভুমিকা অনেক। ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য বাড়াতে এর ব্যাকগ্রাউন্ড টি ফটোশপের গ্রেডিয়েন্ট টুলের বিকল্প নেই। এছাড়া পেজের রাউন্ড বক্স তৈরি তো আছেই।
পরবর্তীতে ফটোশপে তৈরিকৃত ওয়েব পেজ (যাকে বলা হয় PSD ফাইল) থেকে বিভিন্ন ছবি/ ইমেজ কেটে আপনি অনায়াসেই HTML ও CSS দিয়ে মূল পেজটি ডিজাইন করতে পারবেন। এজন্য আপনাকে অবশ্যই এইচটিএমএল ও সিএসএস এ পারদর্শী হতে হবে। আপনি যখন ফটোশপে আঁকা ওয়েব পেজটিকে HTML ও CSS দিয়ে ডিজাইন করবেন এই কাজটিকে বলা হয় PSD to HTML. আপনি যদি শুধুমাত্র PSD to HTML করতে অনেক পারদর্শী হউন এতেও আপনি অনলাইনে কাজ করতে পারবেন।
ওয়েব ডিজাইনার হতে এসে আপনি যদি ফটোশপ কে আয়ত্তে আনতে না পারেন তাহলে আপনি কখনোই ওয়েব ডিজাইনার হতে পারবেন না। এইটা শিখতে খুব বেশি সময় লাগবে না। সব চেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি নিজেও যখন ওয়েব ডিজাইন শেখার উদ্দেশ্যে ফটোশপ শেখা শুরু করি তখনও আমি কিছু জানতাম না। কিন্তু প্রতিদিন ২/৩ ঘণ্টা কঠোর অনুশীলনে এবং মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে মাত্র ১০ দিনেই শিখতে সক্ষম হয়েছিলাম কিভাবে PSD to HTML পরে করতে হয়। তাই দেরি না করে আপনিও HTML ও CSS শেখার পাশাপাশি টুকটাক ফটোশপটাও দেখুন। খেলা করুন এটা নিয়েই। এবং উপভোগ করতে চেষ্টা করুন।
আপনি যদি একেবারে নতুন হন তাহলে টিউনটি আপনার জন্য। আর যদি এ রাস্তায় অনেকটা এগিয়ে থাকেন তাহলে এর সবই আপনার জানা। আমি প্রত্যেকটা টিউন লিখি শুধুমাত্র নিজের অভিজ্ঞতাকে ব্যবহার করে। আপনারা শুধু মাত্র স্বল্পপরিসরে লেখা আমার এই টিউনের ওপর নির্ভরশীল থাকবেন না। অবশ্যই প্রাসঙ্গিক বিভিন্ন সাইট পরিদর্শন করুন। আর সব সময় স্মরণ করুন এক আল্লাহকে, সফলতা আসবেই। আমি নিজেও অনেক কষ্ট করে কাজ শিখে যাচ্ছি তাই আমি বুঝি নতুনদের কি কি সমস্যা থাকতে পারে। আপনার যদি সামান্যতম ভাল লাগে এবং উপকৃত হয়ে থাকেন টিউনটি থেকে তবে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দিবে পরবর্তী টিউন লেখার সর্বচ্চো অনুপ্রেরণা।
আমি মহাম্মদ দেলোয়ার হোসাইন বাপ্পি। আপনাদের সকলের দোয়া প্রার্থী। দোয়া করবেন যেন একজন সফল ফ্রিলান্সার হতে পারি।
আশা করি আপনারা অনেক অনেক ভাল থাকবেন।
আমি বাপ্পি চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি ফ্রিলান্সার সর্ম্পকে কিছুই বুঝি না।তাই এই সর্ম্পকে আমাকে কিছু বলেন । এখানে না বল্লে আমাকে কস্ট করে mail করে দিন h.nerob82@gmail.com