এবার আপনি নিজে নিজে আপনার Blog সাইটে যুক্ত করুন (সিসি ক্যামেরা) পর্ব-০২

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ শিখব  কিভাবে নিজের Blog সাইটে সিসি ক্যামেরা যুক্ত করা যায় তার নিয়ম, তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।

কাজ শুরু করার আগে দেখে আসুন আপনার ব্লগ সাইটে সিসি ক্যামেরা দেখতে কেমন হবে।

দেখতে এখানে ক্লিক করুন।

নিচের নিয়ম গুলো অনুসরণ করুন ভালো করে।

প্রথমে http://www.blogspot.com এ গিয়ে আপনার Gmail আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, নিচের মত করে।

উপরের নিয়মে লগইন করার পর এখন layout>add gadget এ ক্লিক করুন
নিচের দেখানো মত করে।

তারপর html/javascript-এ ক্লিক করুন তাহলে একটি বক্স আসবে এখানে নিচের কোডটি কপি করে পেষ্ট করুন। নিচের মত করে।

<script language="JavaScript" src="http://bocahgabus.googlecode.com/files/kamera%20cctv.txt" type="text/javascript"> </script> <script language="JavaScript" type="text/javascript"> cot("http://1.bp.blogspot.com/-jyICA3F7eOo/TbBE4YBgbpI/AAAAAAAAAEM/XU9sJQnzGvU/s1600/cctv.gif")</script>


সবশেষে save বাটন এ ক্লিক করে বেরিয়ে আসুন ।

এবার আপনার সাইটে গিয়ে দেখুন সিসি ক্যামেরা কেমন শো করছে।

ভালো লাগলে কমান্ড জানাতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ

আরো কিছু ব্লগ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai ai CC camera diye amar lav ki hobe? Ki ki shubidha etate?

    Level 0

    @HeMaLoY:
    আপনার সাইট টার ওজন একটু বাড়বে। আর সেই সাথে লোড হতেও কিছুটা সময় নিতে পারে এই যা!

    তবে ফান করার জন্য খারাপ না।

    @HeMaLoY: এটা ব্লগ সাইটকে সুন্দর করে (আপনার ইচ্ছা হলে লাগাতে পারেন আবার পছন্ত না হলে রিমুভ করতে পারেন এটা আপনার উপর)

vai ami cai amar blog a ekta (birds fly) setar code ki dea jabe?

bai amar khov balo lagse