আজ যখন আমি গুগল সার্চ করচিলাম কি ভাবে ব্লগস্পট ব্লগ এ মাত্র ১ ক্লিক এ আলেক্সা রাঙ্ক widget ইন্সটল করব। তখন আমি ১ টা ওয়েবসাইট এর লিংক পেলাম। এবং লিংক টা তে ক্লিক করলাম। ওয়েবপেজ টি ওপেন হওয়ার পর শুধু আমার ব্লগ এর লিংক দিয়া Generate বাটন এ ক্লিক করলাম আর ব্লগ এ ইন্সটল করলাম। পরে ভাবলাম এই বিষয় নিয়া টিটি ১ টা পোস্ট লিখি। widget টি ইন্সটল করার আগে অবশ্যয় আপনার ব্লগ এ লগইন কওরে নিবেন।লগিন এর পর এই সাইট এ যান এবং এই সাইট এর নির্দিষ্ট ঘরে আপনার সাইট এর অ্যাড্রেস দিন এইবার Generate বাটন এ ক্লিক করুন , কিছুক্ষণ অপেক্ষা করুন Add To blogger লিখা আসলে সেই বাটন এ ক্লিক করুন। আপনার ব্লগার ডট কম এর পেজ ওপেন হবে। এখন সেভ কওরে নিন।
ডেমো দেখার জন্য এই খানে যান এবং সাইট টির একেবারে নিচের দিকে লক্ষ করুন আলেক্সা রাঙ্ক শো করচে।
সেট করতে কন সমস্যা হলে কমেন্ট কওরে জানাবেন।
আর আমার পোস্ট এ কন ভুল থাকলে দয়া করে অভিজ্ঞরা সাহায্য করবেন ।আল্লাহ হাফেয।
আমি Md Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দয়া করে এই লিংক এ যান ব্লগার এ ইন্সটল করার জন্য http://www.justnaira.com/2012/07/install-alexa-widget-on-blogger-with.html