আজকে একটা সাইট এ দেখলাম দুই ডলার ($2) তে ডোমেইন দিচ্ছে !!
দেখি কীভাবে ডোমেইন নেওয়া যায়.....
প্রথমে এই সাইটে যান -----> http://www.fxdomains.com/
মাঝখানের ডান দিকে Register your cheap domain name এর নিচের বক্সে আপনার ডোমেইনের নাম লিখুন
ডোমেইন পাওয়া গেলে এইরকম উইন্ডো আসবে... আপনি ADD এ ক্লিক করেন
এবার ডানদিকে একটা উইজেট আসবে আপনি Continue To Checkout এ ক্লিক করেন
এবার এমন একটা পপআপ আসলে Continue ক্লিক করেন
এবার একটি উইন্ডো আসলে আপনি TERM - 3YEARS এর জায়গায় 1year করে দিন,
এবার প্রোমো কোড MARCOM36 দিন...ব্যাস হয়ে গেল $1.77 এ ডোমেইন...
------------------------------------
এই সাইটটি পরীক্ষিত নয়। আমি পরীক্ষা করে দেখবো নিজেই, কিন্তু সমস্যা আমার পেপাল অ্যাকাউন্ট নাই।
টিউনার কোন ভাইয়া কে যদি আমি দুই ডলার এর সমপরিমান টাকা দেই....তাহলে কী ভাইয়া আমার জন্য উপকারটা করে দিতে পারবেন ???
আমি রায়েরবাজার থাকি...!
আমি আবিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আবিল। সাইবার জগতে পা দিলাম মাত্র। বড় হয়ে আর কিছু না হতে পারি তবে কম্পিউটারের সাথে আমার যোগাযোগ থাকবেই। কম্পিউটার অপারেটর হই আর। বিল (নাকি আবিল ? ) গেটসের মতো আরেকটা মাইক্রোসফটের মালিক হই, আমার লক্ষ কিন্তু এখনই ঠিক হয়া গেছে।
আমার দরকার ২ ডলার