এ পর্যন্ত অনেকেই আমাকে তাদের ওয়েবসাইটটি রিবিউ করতে বলেছে এবং সেটি কেমন হয়েছে তা জানতে চেয়েছে। আমি ভাল মানের ওয়েব ডেভলপার না হলেও যে ডিজাইনগত ত্রুটিগুলো চোখে পড়ে তা আলোচনা করছি। আর লেখার শেষের দিকে কয়েকটি ওয়েব ডিজাইনের ত্রুটি বের করার চেষ্টা করবো।
অধিকাংশ ওয়েব ডিজাইনার প্রথমে কোডিং শিখে এবং কোডিং করার সৃবিধার জন্য বেশ কিছু ভুল বা বেশ কিছু ভাল অভ্যাস গড়ে তোলে না। আবার অনেকে বুঝতেই পারে না যে এটা একটা ডিজাইনগত ত্রুটি। আপনার কাছে ভাল লাগা বেশ কিছু ওয়েবসাইট ডিজাইনকে সংগ্রহ করুন এবং কেন ভাল লেগেছে এবং তা যাচাই করার চেস্টা করুন। আপনি সেখানে বেশ কিছু নিখুত গ্রাফিক্যাল কাজ পাবেন।
উল্রেখ্য, গ্রাফিক্যাল কাজ বলতে শুধু ছবির ব্যবহার নয়। ডিজাইনের সিএসএসএর ব্যবহারও গ্রাফিক্যাল কাজের অংশ
অনেকে ব্যকগ্রাউন্ড ছবি নির্বাচনে ভুল করেন। আপনার ডিজাইনের সাথে সামঞ্জস্য কোন একটি ছবিকে ব্যগ্রাউন্ড হিসেবে সেট করুন। ছবিটি রিপিট করলে যাতে এর ডান আংশ বাম অংশের সাথে এবং উপরের অংশ নিচের অংশের সাথে মিলে যায় তেমন ছবি নির্বাচন করতে পারেন। সহজ সিএসএস কোডের মাধ্যমে এটি করতে পারেন।
body
{
background-image:url('paper.gif');
background-color:#cccccc;
}
একই কথা যেকোন টেক্সটবক্সের ছবির ক্ষেত্রেও প্রযজ্য। নিচের ছবি দুটি দিয়ে দেখুন
লগোর পেছনে সাদা একটি রয়ের ব্যাগ্রাউন্ড ডিজাইনটিকে অসুন্দর করেছে।
লগোটির পেছনে কোন রং ব্যবহার করা হয় নি।
প্রাথমিক পর্যায়ের ওয়েব ডিজাইনারদের অনেকে এই বেপারটিতে সচেতন হয় না। মূলতঃ গ্রাফিক ডিজাইন সম্পর্কে কম জানা ডিজাইনার বেশ কিছু ভুল করে। অধিকাংশই ছবিটিকে ফটোশপ বা এ জাতিয় সফটওয়্যার দিয়ে অপটিমাইজ করে না। আপনার যতটুকু সাইজের ছবি দরকার ঠিক ততটুকু সাইজের রাখবেন।
একটি ঘরে অনেকগুলো দামী আসবাব পত্র জড়ো করে রাখলেই সুন্দর দেখায় না। সুন্দরভাবে গোছানো এবং অনেক ক্ষেত্রে ফাকা জায়গা রাখলে বেশ চমৎকার লাগতে পারে।
ডিজাইনে খালি জায়গা রাখার বেশ কয়েকটি উদাহরণ দেই
কোন একটি ওয়েবসইটে প্রবেশের প্রথমে এমন কোন ভারি কন্টেন্ট দেওয়া যাবে না যা লোড হতে দেরী হয়। ধরা যাক আপনি ওয়েবসাইটের উপরের দিকে এমন একটি এনিমেশন বা ভিডিও বা থার্ড পাটি কনটেন্ট এনিমেশন দিলেন। কোন একটি ভিজিটর ওয়েবসাইটটিতে প্রবেশের পর প্রথম দিক থেকে পড়া/স্ক্যান করা শুরু করে। প্রথম অংশটির এনিমেশন বা ভিডিও কনটেন্ট দেরীতে লোড হলে এটা একটা বিরক্তকর বেপার হতে পারে। অনেক সময় ডিজাইনের উপর প্রভাব পড়তে পারে। তাই সাইটের সক্রিয় স্ক্রিনের অংশটি অবশ্যই প্রথমে লোডের ব্যবস্থা করা উচিৎ।
থার্ড পার্টি কনটেন্ট যদি লোড হতে দেরী হয় তা ওয়েবসাইটের পরে লোডের ব্যবস্থা করা উচিৎ।
পোস্ট লিখেছেন মাহবুব টিউটো
একসাথে প্রকাশিত টিউটোরিয়ালবিডিতে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
দারুন, এক কথায় দারুন । এই ধরনের টিউন পেলে দিনটা সার্থক মনে হয় । পরের টিউনের জন্য অপেক্ষায় থাকলাম…