আশাকরি ভাল আছেন । চলছে একটি সাধারণ ওয়েব সাইট । আজ তৈরি করুন একটি সাধারণ ওয়েব সাইট আর দ্বিতীয় পোস্ট ।
শুরু করা যাক । নিচের ছবিটি খেয়াল করুন ।
কিছু গুরুত্ব পূর্ণ তথ্য মনে রাখবেন ।
প্রথমে যে কোন নামে একটি নতুন ফোল্ডার তৈরি করুন । এবার ফোল্ডার এর মাঝে Notepad বা Notepad++ দিয়ে একটা নতুন উইন্ডো নিয়ে সেটা যে কোনো নামে সেভ করুন । তবে এক্সটেন্সান হিসেবে .TXT এর বদলে .Html বা .htm ব্যাবহার করুন ।আমি এই ক্ষেত্রে my_first_site.html নামে সেভ করলাম । একই ভাবে ওই ফোল্ডারে আরও একটি উইন্ডো নিয়ে .CSS এক্সটেন্সান দিয়ে সেভ করুন । আমি সেটা style.css নামে সেভ করলাম । যারা পারছেন না তারা নিচের ছবিটা ফলো করুন ।
*** এখানে Unicode ব্যাবহার করা হয়েছে কারন আমি বাংলায় প্যারাগ্রাফ লিখব বা কমেন্ট লিখব । বাংলা ব্যাবহার না করলে Unicode ব্যাবহার করার প্রয়োজন দেখি না ।
/** **/ একটি HTML ট্যাগ যা ব্রউজারে দৃশ্যমান নয় । এটাকে কমেন্ট ট্যাগ বলা হয় । আমি এটা ব্যাবহার করব কমেন্ট লিখার জন্য ।
এবার এই লিঙ্কে ক্লিক http://www.mediafire.com/view/?56qymx8cp5t6ikp করে Text ফাইলটি ডাউনলোড করে সেভ করুন ।
এবার my_first_site.html এর উপর রাইট ক্লিক করে Open with থাকে Notepad বা Notepad ++ দিয়ে ওপেন করুন ।এবং সদ্য ডাউনলোড করা Txt ফাইল থেকে কোড গুলো কপি করে my_first_site.html নামে সেভ করুন । খেয়াল রাখবেন Unicode জেন সিলেক্টেড থাকে । তা না হলে বাংলা লেখা কাজ করবে না ।
এবার my_first_site.html এ ডবল ক্লিক করুন । তো আমাদের তৈরি প্রথম ওয়েব সাইট ওপেন হল ।
আমি গুগল ক্রম এ ফাইলটি ওপেন করেছি। সেটা অনেকটা নিচের ছবির মত ।
বড় করে দেখতে ক্লিক এখানে করুন
আসলে আমারা কোন লিঙ্ক দেই নি । তো কি ভাবে কাজ করবে । আসুন এই সমস্যার সমাধান করি ।
প্রথমে জেনে নিই কিভাবে HTML এর মাঝে লিঙ্ক দিতে হয় । নিচের ছবিটা লক্ষ করুন ।
লিঙ্ক নিয়ে w3Schools.com এ আপনি আরও একটু সময় ব্যায় করুন । এই ভাবে আমরা লিঙ্ক সংযুক্ত করলাম ও সেটা ঠিকঠাক কাজ করছে কিনা লক্ষ করি । ব্যাস আজ এখানেই শেষ করলাম । আগামিতে আমরা CSS ফাইল নিয়ে কাজ করব ।
আজ পোস্ট শেষের ফাইলটি টেক্সট আকারে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে *** ।
এবং স্টার্ট HTML ফাইল এখানে *** ।
End Html ফাইল এখানে *** ।
ধন্যবাদ । আপনাকে । আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে খেয়ালি টিউনার ।
আমি খেয়ালি টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.facebook.com/disgruntledtuner
আপনাকে ধন্যবাদ। দারুন হচ্ছে্্ চালিয়ে যান।