সপ্তাহ শেষে এবার ফিরে আসলাম ফ্রাইডে স্পেশাল এ । আগের সপ্তাহের স্পেশাল টি আপনাদের কেমন লেগেছে ? অনেকেই বলেছে যে ভাল । যাই হোক সব কিছুরই ভাল খারাপ থাকে ।যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তবে ক্ষমার দৃষ্টি তে দেখবেন । যারা আগের সপ্তাহের ফ্রাইডে স্পেশাল মিস করেছেন তারা চাইলে এক নজরে দেখে আসতে পারেন এখান থেকে । কিছু লিঙ্ক কাজ করছিল না কিন্তু ঠিক করে দেয়া হয়েছে + বিকল্প লিঙ্ক ও দেয়া হয়েছে । চলুন তাহলে আজকের স্পেশাল এ কি আছে দেখা যাক ।
আজ থেকে তাহলে শুরু করা যাক ওয়েব ডিজাইনার হওয়ার পথে । ওয়েব ডিজাইন হতে পারে আপনার জন্য এক উজ্জ্বল ক্যারিয়ার । ওয়েব ডিজাইনার দের আজ রয়েছে বিশ্ব দরবারে প্রচুর চাহিদা ।আপনার ডিজাইন করা একটি থিম দিতে পারে আপনাকে বছরের পর বছর একটি নির্ভরযোগ্য আয়ের উৎস ।এখন কার দিনে যারা ওয়েব এর সাথে বা ব্লগিং এর সাথে জড়িত তাদেরও কম বেশ নিজের সাইট এর ডিজাইন করার জন্য হলেও ওয়েব ডিজাইন শিখা উচিৎ ।
কেমন চাহিদা একজন ওয়েব ডিজাইনার এর তার কিছু উদাহরন ছোট করে আপনাদের সামনে তুলে ধরছি ,
ওয়েব এর থিম বা টেমপ্লেট এর জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট থিম ফরেস্ট এ গেলেই দেখতে পাবেন যে এক একটি থিম কি দামে বিক্রি হয় । আজকের দিনে ওয়েব ডিজাইনার দের আরেক টি বিষয়ের প্রতি নজর দিতে হয় সেটি হল রেস্পন্সিভ থিম ডিজাইন (যেটি ব্রাউজার এবং ডিভাইস ভেদে বিভিন্ন ভাবে ওয়েব সাইট টি কে ইউসার ফ্রেন্ডলি করে তুলে )
নিচের স্ক্রিন শট গুলো দেখলেই আপনার বোঝা হয়ে যাবে যে কি করতে পারবেন + কেমন চাহিদা একজন দক্ষ ওয়েব ডিজাইনার এর । এক এক টি থিমই হতে পারে আপনার জন্য কোটি টাকা
এই থিম টি ৬ কোটি টাকার উপর বিক্রি হয়েছে
এই থিম টি ৩ কোটি টাকার উপর বিক্রি হয়েছে
এই থিম টি ২ কোটি টাকার উপর বিক্রি হয়েছে
এই থিম টি ১ কোটি টাকার উপর বিক্রি হয়েছে
বি দ্র ঃ এখানে ১ ডলার ৭৫ টাকা ধরে হিসেব করা হয়েছে
ওয়েব ডিজাইন শিখা শুরু করতে পারেন এই কোর্স গুলো প্র্যাকটিস করার মাধ্যমে ,
১ ।
আজ ঢাকার বাইরে থাকার জন্য ঠিক টাইম এর মধ্যে টিউন টি করতে পারি নি বলে দুঃখিত কেননা টিউন এর টাইটেল এর সাথে আজ তাল মিলাতে পারি নি । আমি বাড়িতে এসেছি রাত ১০.৩০ এ আর মাত্র ৩০ মিনিট টাইম এ এতটুকুই আমি দিতে পেরেছি । সকালে পোস্ট আপডেট করব । প্লিজ পোস্ট এ চোখ রাখবেন + প্রিয় তে রাখবেন যদি ভাল লেগে থাকে ।
আমি Md Arif Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bhai amake video tutorial theke shikar koyekti website din html er upor..ami begginer