জুমলা টিউটোরিয়াল-০৮ (কমেন্ট বক্স অ্যাড করা)

ওয়ার্ডপ্রেসে সহজেই কমেন্ট অ্যাড করা যায়। এতে কোন প্রকার আলাদা প্লাগিন লাগে না। কিন্তু জুমলাতে ডিফল্টভাবে কমেন্ট বক্স থাকে না। এজন্য আপনাকে আলাদাভাবে একটি এক্সটেনসন ইনষ্টল করতে হয়। বিভিন্ন ধরনের অর্টিকেল কমেন্ট এক্সটেনসন পাওয়া যায় জুমলাতে।

কিন্তু ভালগুলোর দাম অনেক বেশী। ফ্রি এবং ভাল একটি কমেন্ট এক্সটেনসনের নাম JoomlaComment

আপনার জুমলা সাইটে যদি কমেন্ট এক্সটেনসন ব্যবহার করতে চান তাহলে প্রথমেই এখান থেকে আপনার সাইটের উপযোগী Joomlacomment 4.0 beta2 জুমলা কমেন্ট এক্সটেনসনটি ডাউনলোড করুন। তারপর এটিকে আনজিপ করুন। দুটি ফাইল পাবেন। একটি জিপ ফাইল এবং একটি টেক্সট ডকুমেন্ট। তারপর আপনার অ্যাডমিন প্যানেলের Extension> Install/Uninstall এর Extension Manager গিয়ে আগের নিয়মে এক্সটেনসনটি ইনষ্টল করুন। তাহলে অ্যাডমিন প্যানেলের Components মেন্যুতে Joomlacomment নামে নতুন একটি মেন্যু দেখতে পাবেন।

এখান থেকে আপনার সাইটের হওয়া সব কমেন্ট সম্পাদনা করতে পারবেন।

কমেন্ট ইনষ্টল করলে ফন্ট পেজে বিস্তারিত পড়ুন/read more এর পরে এমন আসবে

এবং প্রতিটি আর্টিকেলের নিচে চিত্রের মত কমেন্ট বক্স দেখতে পাবেন

এর ডেমো দেখতে আমার সাইটে দেখুন। পারলে একটা মন্তব্য করে আসুন। যদি মন্তব্য করতে খুব কষ্ট হয় তাহলে করার দরকার নেই।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করায় ধন্যবাদ

Level 0

Link টা কাজ করে না দয়া করে একটু দেখুন।