আপনার blogger.com এ তৈরিকৃত ব্লগের কমেন্ট গুলো দেখতে পাবেন আপনার ই-মেইলে।
এজন্য আপনাকে নিম্নোক্ত কাজ গুলো করতে হবে।
১. প্রথমে ID এবং Password দিয়ে আপনার ব্লগার একাউন্টে লগিন করুন
২. তারপর ব্লগের Settings এ ক্লিক করুন।
৩. এবার কমেন্টস এ ক্লিক করুন।
৪. এবার নিচের দিকে Comments Notification Address এ আপনার ই-মেইল Address টি টাইপ করুন.
৫. এবার সেটিংস টি সেভ করুন।
তাহলে আশাকরি কমেন্টস গুলো আপনার মেইলে চলে যাবে।
আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
ভালো একটা জিনিস জানানোর জন্য ধণ্যবাদ !