এবার ব্লগের কমেন্ট পাঠান আপনার @মেইল এ

আপনার blogger.com এ তৈরিকৃত ব্লগের কমেন্ট গুলো দেখতে পাবেন আপনার ই-মেইলে।

এজন্য আপনাকে নিম্নোক্ত কাজ গুলো করতে হবে।

১. প্রথমে ID এবং Password দিয়ে আপনার ব্লগার একাউন্টে লগিন করুন

২. তারপর ব্লগের Settings এ ক্লিক করুন।

৩. এবার কমেন্টস এ ক্লিক করুন।

৪. এবার নিচের দিকে Comments Notification Address এ আপনার ই-মেইল Address টি টাইপ করুন.

৫. এবার সেটিংস টি সেভ করুন।

তাহলে আশাকরি কমেন্টস গুলো আপনার মেইলে চলে যাবে।

Level 0

আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো একটা জিনিস জানানোর জন্য ধণ্যবাদ !

    আপনাকেও ধন্যবাদ।

    টিউনটি আমি প্রথম করছি এখানে দেখুন -https://www.techtunes.io/internet/tune-id/14372/। আবার সবার কাছে প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

এটা তো একটা সহজ বিষয়

    সহজ কিন্তু অনেকেই জানেন না।

    যে পারে তার কাছে সব সহজ ,আর যে পারে না তার জন্য তো—–আপনাকে ধন্যবাদ টিউন করার জন্য।

    আপনাকে ধন্যবাদ, ভালো টিউন।

    @ আজব লোক, সবাই যে সবকিছু জানবে এটা ধারণা করা ঠিক না। টেকটিউনস এমন একটা সাইট, যেখানে নতুন নতুন ভিজিটর আসে, কিছু জানার জন্য আসে। হতে পারে সেটা অনেকের কাছে পুরোনো। যারা জানেন তাদেরতো আর কিছু বলার দরকার নেই।

    “এটা তো একটা সহজ বিষয়” এরকম মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনি যখন ছোট বেলায় কিছুই জানতেন না, তখন ১,২; অ,আ; ক,খ; A,B,C,D এগুলোও আপনার কাছে কঠিন ছিলো।

আপনাকে ধন্যবাদ।

Level 0

জানা ছিল http://www.alamgers.blogspot.com

সাহায্য চাি: আমি নতুন। আমি অামার ব্লগস্পট ব্লগে বাংলায় লিখতে চাই