আসসালামুআলাইকুম, কেমন আছেন? আশাকরি ভাল । আমরা যারা ব্লগিং করি তারা ওয়ার্ডপ্রেসের সাথে সবাই মোটামোটি পরিচিত । এটা হল পৃথিবির সবচেয়ে জনপ্রিয় ওপেনসোর্স সিএমএস । এর কার্যাবলী অনেক সহজ হওয়ার কারনে ওপেনসোর্স সিএমএস -এর মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে । এরপরেও এতে কাজ করার সময় মাঝে মাঝেই ইউজারদের বিরম্বনায় পড়তে হয় । এইরকমই একটা সমস্যা ও তার সমাধান নিয়েই আজকে আলোচনা করবো ।
ওয়ার্ডপেসের জন্য কিছুদিন পরপরই WordPress.org আপডেট ভারসন বের করে । যখন কেউ তার সাইটের আগের ভারসনটিকে বর্তমান ভার্সনে আপগ্রেড করে তখন অনেক সময় নতুন ভারসনে এমন অনেক ফাংসন ডিসেবল্ড করা থাকে যা আগের ভারসনে ইনেবল্ড করা ছিল । আবার উলোটাও ঘটতে পারে । তখন সমস্যাটা যারা এডভান্সড তাদের ক্ষেত্রে হয়তো তেমন প্রভাব ফেলে না কিন্তু যারা সবেমাত্র ব্লগিং শুরু করেছেন তাদেরকে বড় বিপদে ফেলতে পারে । এধরনের একটি সমস্যা আমার ক্ষেত্রে ঘটেছিল । একদিন আমি যখন আমার ওয়ার্ডপ্রেস সাইটের আপগ্রেড করলাম তখন হঠাৎ পোস্ট করতে গিয়ে দেখি আমার পোস্টবক্সের টেক্সট এরিয়ার উপরের ভিজুয়াল এডিটর ফাংশনটি উধাও হয়ে গেছে । নিচের ছবিটি দেখুন ----
আমি এইটা রিকভার করার জন্য অনেক ঝামেলায় পরেছিলাম । পরে বহুত কষ্টে সমস্যাটার সমাধান করেছিলাম । যাইহোক আপনাদের ইনশাল্লাহ্ আশাকরি এই সমস্যায় আর পরতে হবে না ।
যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে থাহলে প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলে লগইন করুন । তারপর নিচের ছবির মত করে ড্যাশবোর্ড -এর নিচে থেকে Users প্যানেলে ক্লিক করে Your Profile -এ ক্লিক করুন ।
উপরের ছবিতে উল্লেখিত 3 নং ধাপে গিয়ে Disable the visual editor when writing লেথাটির বামপাশের Check Box টির টিক মার্কটি উঠিয়ে দেন এবং ঐ পেজেরই নিচে গিয়ে নিচের ছবির মত Update Profile বাটনটিতে ক্লিক করুন ।
এরপর পোস্ট সেকসনে গিয়ে দেখুন (নিচের ছবির মত) হারানো ভিজুয়াল এডিটর ফাংশন বক্স আবার আগের মত ফিরে এসেছে ।
এভাবেই সহজ সমস্যাটার জটিল সমাধানটি আমাকে করতে হয়েছিল । যাইহোক টিউনটি যদি আপনাদের উপকারে লাগে তাহলেই আমার প্রচেষ্টা সার্থক । এটিই টিটিতে আমার প্রথম টিউন । যদি কোন ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । আল্লাহ্ -র রহমতে সবাই ভালো থাকবেন । আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহু ।
আমি MD. MAHMUDUL HASAN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।