ওয়ার্ডপ্রেস শিখুন (পর্ব – ২)

কেমন আছেন সবাই। ওয়ার্ডপ্রেস শিখুন সম্পূর্ণ বাংলাতে (পর্ব – ১) এ ব্যাপক সাড়া আর সহযোগিতা পেয়ে আমি খুবই আনন্দিত। আজ আমি আলোচনা করব, কম্পিউটারে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ বা Install করতে হয়।

প্রথমে, আপনার কম্পিউটারে লোকাল হোস্ট বা অফলাইনে (ইন্টারনেট সংযোগ ছাড়া) কাজের উপযোগী পরিবেশ থাকতে হবে। এ জন্য Wamp বা Xamp ইন্সটল থাকলে চলবে। আমি নিজেও Wamp ব্যবহার করি। এই লিংকে গিয়ে Wamp ডাউনলোড করতে পারেন।

এবার Wamp ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে কম্পিউটার Restart করুন।

এবার কম্পিউটারের Taskbar এ নিচের ছবির মতো Wamp icon টা সবুজ রং এর হবে।

ওয়ার্ডপ্রেস-সেটআপ- টিউটোরিয়াল

এবার Wamp বাটনে বাম মাউস ক্লিক করে http://www.directory তে ওয়ার্ডপ্রেস সেটআপ ফোল্ডারকে  রাখুন।

নিচের ছবির মতো করে

URL directory টি উপরের চিত্রের মতো হবে।

যদি wordpress setup ফাইল না থাকে তবে এই লিংকে গিয়ে ডাউনলোড করে নিন। ডাউনলোড করা ফোল্ডারটি .zip আকারে থাকে। একে আনজিপ (Unzip) করে নিন। Unzip করার সফটওয়্যার না থাকলে ডাউনলোড করতে এখানে যান।

এবার Wamp আইকন এ বাম মাউস বাটনে ক্লিক করে PhpMyAdmin এ ক্লিক করুন। যে উইন্ডো আসবে, সেখানে Database এ ক্লিক করুন। নিচের চিত্রের মতো হবে

wordpress tutorial bengali

এবার Create Database এ wordpress লিখে Create এ ক্লিক করুন।

এখন WordPress Install করার পালা। Wamp আইকন এ ক্লিক করে Localhost এ ক্লিক করুন। এবার Your Projects থেকে WordPress এ ক্লিক করুন।

এবার যে উইন্ডো আসবে সেখানে Create a Configuration File এ ক্লিক করে Let’s Go এ ক্লিক করুন।

এবার নিচের মতো একটি উইন্ডো আসবে।

wordpress setup sytem

Databe Name এ wordpress; User Name এ root এবং Password এ খালি রাখুন। এবার Submit এ ক্লিক করুন।

ব্যাস ! আপনার কম্পিউটারে WordPress Install করা Complete।

ইন্সটল করা WordPress সাইটে যেতে হলে Wamp আইকন এ ক্লিক করে Localhost এ ক্লিক করুন। তারপর Ypur Projects থেকে WordPress এ ক্লিক করুন।

বিঃদ্রঃ অনেক সময় Wamp Server এ সমস্যা করে। সে ক্ষেত্রে Skype ওপেন থাকলে স্ক্যপের Tools option এ ক্লিক করে Options এ ক্লিক করুন। তারপর Advanced এ ক্লিক করে Connection এ ক্লিক করুন। এখন Use port 80 and 4443 as alternative….. এর চেক বক্স থেকে Unmarked করুন। সবশেষে Save এ ক্লিক করুন। এবার কম্পিউটার Restart করুন।

আজ এটুকুই। যদি আমার এ টিউন আপনাদের সামান্য উপকারেও আসে তবে লাইক করুন। যদি কোন সমস্যা থাকে, টিউমেন্ট করুন। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার।

পরবর্তীতে আলোচনা করব, ওয়ার্ডপ্রেস  এর ড্যাশবোর্ড পরিচিতি নিয়ে।

আমার প্রথম টিউন

কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগকে আরও সুন্দর করা যায় ?

এই লেখাটি এর আগে w3helps এ প্রকাশিত।

সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Level 0

আমি অমিত সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

২০১০ সাল থেকে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে আছি। ভালো লাগে নতুন কিছু জানতে আর সকলের মাঝে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

total kotogulo porbo hobe brother?

”Forbidden

You don’t have permission to access /phpmyadmin/ on this server”. eta ashe jokhon( PhpMy admin) e click kori .
are ” www directory ” te click korar pore 2 ta file ashe ekta folder e ( index.php & testmysql.php ) ekhane ki korte hobe ? pic e bujhini .

Level 0

ami cpanel theke hosting nisi but wordpress install korte parchi na
file manager e Hsdoc/public folder nai
kon folder e upload korte hobe ??

    @Rickyrk: আপনার Hosting Provider কি ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে ? আগে এটা নিশ্চিত হউন তারপর Public folder অথবা সরাসরি Cpanel থেকে wordpress install করুন ।

Level 0

Hello Bro,
Apnar post ta valo hoyce but Databe Name এ wordpress ; User Name এ root এবং Password এ খালি । এবার Submit korte parcina.submit kortegele Try Again bloce.

osadharon post

Level 0

hello bro
apnar mobaile munber ta amar maile sent koren pls

Level 0

vi ami amar wordpress dite a login korte parsi na.Login korle nicher lekha gula show kortase

Fatal error: Allowed memory size of 67108864 bytes exhausted (tried to allocate 30720 bytes) in /home/a6920875/public_html/wp-admin/includes/class-wp-list-table.php on line 860.What can i do now?