আমরা অনেকেই জানি যে, CMS এর মধ্যে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় হল WORDPRESS।
তাই, আজকাল অনেকেই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তাদের সাইট তৈরি করছেন। কিন্তু, একটি সাইটে ভিজিটরদের মুগ্ধ করার জন্য যেটি দরকার তা হল ‘থিম’। একট
একটি সাইটের যদি থিম ভাল হয় তাহলে, ভিজিটররা সেই সাইটটিকে পছন্দ করে ও বার বার আসে। তাই, ভিজিটর আনার জন্য আমরা সুন্দর সুন্দর থিম ব্যাবহার করি। কিন্তু, এখানেই সমস্যা!
কারণটা হল, ওয়ার্ডপ্রেস এর অনেক প্রিমিয়াম থিম আছে যেগুলোর ডিজাইন খুবই সুন্দর। আমরা সেই থিমগুলোকেই পছন্দ করি ও আমাদের সাইটে ব্যাবহার করতে চাই। এটা একটা সাধারণ ব্যাপার যে,কেউ তার সাইটে অবশ্যই সুন্দর থিম দেওয়ারই চেষ্টা করবে।
কিন্তু, অসাধারণ ব্যাপার হল থিমগুলো প্রিমিয়াম হলেও আমরা সেগুল টাকা দিয়ে কিনতে চাই না। চাই, ফুল ফ্রী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আর তাই, আমরা গুগল মামাকে অনবরত ব্যাবহার করি থিমগুলোর ফ্রী ডাউনলোড লিংক পাওয়ার জন্য।
আপনি হয়তো অনেক খোঁজাখুঁজি করে থিমগুলোর ডাউনলোড লিংক পেয়ে গেলেন। কিন্তু, একবারও কি ভেবে দেখেছেন তারা থিমগুলো কি নিজে টাকা দিয়ে কিনে আপনাকে ফ্রী দিয়ে দিচ্ছে? তারা, আপনার কোন পরিচিত কেউ হন না তাহলে, তারা আপনাকে কেন দেবে?
কারণটা হল, প্রিমিয়াম থিমগুলো যেগুলোর ফ্রী ডাউনলোড লিংক পাওয়া যায় সেগুলোতে প্রায়ই নানারকম ক্ষতিকারক কোড ও তাদের ওয়েবসাইটের ব্যাকলিংক থাকে। এই কোডগুলো ব্যাবহারের ফলে, আপনার ওয়েবসাইট সহজেই যেকোনো হ্যাকার হ্যাক করে নিতে পারে। আর, অনেক কষ্ট করে বানানো একটি ওয়েবসাইট যদি হ্যাক হয়ে যায় তাহলে, যার ওয়েবসাইট হ্যাক হয়েছে সেই বুঝবে কীরকম খারাপ লাগে।
তাই, যদি হ্যাকারের হ্যাকিং এর ভয়ে থাকতে না চান তাহলে, ফ্রী থিম ব্যাবহার করুন। আর যদি আপনি একজন প্রফেশনাল হন, তাহলে, প্রফেশনালের মত কাজ করুন। টাকা দিয়ে থিম কিনে ব্যাবহার করুন। আর নাহলে, ফ্রী থিম ব্যাবহার করুন। কারণ, ওয়রদপ্রেসে অনেক সুন্দর সুন্দর ফ্রী থিম পাওয়া যায়
আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন। সামনে, আরও পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সবাইকে ধন্যবাদ।
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'
একদম হাচা কথা কইছেন দাদা। দিলটা ভইরা গেল।