HTML কালার কোড নিয়ে সমস্যা ?

অনেক দিন ধরে ব্লগে বিশেষ করে টেকটিউনসে লেখালেখি শুরু করব চিন্তা করছিলাম আর যার জন্য টপিক নির্বাচন করারও চেষ্টায় ছিলাম, কিন্তু দুঃখের (যারা টেকটিউনস নিয়মিত পড়েন তাদের জন্য আনন্দের) বিষয় হল আমি অনেক খুজাখুজি করেও টেকটিউনসে লিখার জন্য নতুন কিছু পাচ্ছিলাম না।  কারন যে বিষয় নিয়ে লিখব ভাবি সেটাই দেখি একাধিকবার টেকটিউনসে পোষ্ট করা আছে। অনেক খুঁজাখুজির পর এই বিষয় এর উপর কোন লিখা পাইনি তাই এটা দিয়ে আমার ব্লগ জীবনের উদ্ভোদন করলাম। যারা ওয়েব ডিজাইন নতুন প্রবেশ করেছেন আমার এই পোষ্ট তাদের জন্য, যারা এই জগতে অভিজ্ঞ তারা হয়ত এই বিষয়ে অবগত থাকতেও পারেন। যাক এবার মুল কথায় আসি।

ওয়েব ডিজাইনে কালার নির্বাচনের গুরুত্ব অপরিসীম। সঠিক জায়গায় সঠিক কালার নির্বাচন অথবা কালার সমন্বয়ের মাধ্যমে একটা ওয়েব সাইটকে আকর্ষনীয় করে তুলা যায়। HTML এ কালার সিলেকশনের অনেক উপায় আছে তার মধ্যে HEX কালার কোড সবচেয়ে বেশি ব্যাবহার করা হয়। আমরা আমাদের পছন্দের কালার কোথাও সংগৃহিত কালার কোডের লিষ্ট অথবা ফটোশপ থেকে কালেক্ট করে থাকি, কিন্তু দেখা গেল ওয়েব সাইট ব্রাউজ করার সময় হঠাত একটি ওয়েবসাইটের কোন একটা ব্যানার অথবা ব্যাকগ্রাউন্ড কালার পছন্দ হয়ে গেল। কিন্তু কালারটা একটু আনকমন হওয়াতে সেটার কোড খুঁজে পাওযা সময়সাধ্য ব্যাপার অথবা অনেক চেষ্ঠার পরও সেটা খুঁজে পাচ্ছেন না। সমস্যায় পড়ে গেলেন মনে হয় ?

আপনার এই সমস্যায় সহজ সমধান দিতে পারে মাত্র ২৫৭ কে.বি সাইজের এড অন কালারজিলা । ফায়ারফক্স এবং গুগল ক্রম সাপোর্টেড এই এড অনটির মাধ্যমে আপনি খুব
সহজেই আপনার পছন্দের ওয়েবসাইটের যে কোন যায়গার কালার কোডটি আপনার ক্লিপ বোর্ডে কপি করতে পারবেন। এই এডঅনটি পাওয়ার জন্য ফায়ারফক্স অথবা গুগল ক্রম এর এড অন অপশনে যেয়ে Color Zilla লিখে সার্চ দিন অথবা সরাসরি http://www.colorzilla.com লিংক থেকে এই এড অনটি ইন্স্টল করুন।
তারপর একবার আপনার ব্রাউজারটি রিস্টার্ট করলেই এটি ব্যাবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং মেন্যু বারের সাইট দিয়ে কালার জিলার একটা টুলবার দেখা যাবে, নিচের ছবিটির মত :-
Color Zilla

এখন আপনার পছন্দের কোন সাইটের কালার কোড পিক করতে চাইলে, সেই সাইটটি ওপেন করার পর কালার জিলার টুলবারের রংধনুসদৃশ্য বক্সের ওপর ক্লিক করলে মাউস কার্সরের সাথে একটি বক্স এর মত আসবে এখন কার্সরটি যে কোন লিখা, ছবির অথবা কোন ফ্লাশ ফাইলের ওপর নিলেই সেটার কালার কোড দেখা যাবে,

নিচের ছবির মত :-

এখন এই কালার কোডটি কপি করতে চাইলে শুধু কালারের ওপর কার্সর রেখে লেফ্ট মাউসে ক্লিক করলে সেটা আপনার ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। নিচের ছবিটির মত :-

জীবনের প্রথম ব্লগ পোষ্ট,ভুল ত্রটি হলে সবাই ক্ষম্সুন্দর দৃষ্ঠিতে দেখবেন এবং ভাল লাগলে কমেন্টের মাধ্যমে অনুপ্রাণিত করবেন আশা করছি।

Level 0

আমি mamun hussain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Tune ta onek sundor hoise. Amar kaje lagbe. Apnake onek donnobad tune ti korar jonno.

Dhonnobad bai