অনেক বাস্ততার কারণে দ্বিতীয় পর্বটি টিউন করতে অনেক দেরি হয়ে গেল। জানি অনেকেই নিরাস হয়েছেন। নিরাস হবেন না কারণ আমি দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হয়ে গেছি। 😛
গত পর্বে আমরা Domain এবং Hosting নিয়েছেলাম। আজকে Hosting এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করব।
প্রথমে আমাদের Hosting এর Cpanel এ লগইন করতে হবে। আপনার hosting এর ওয়েবসাইট যদি http://ofees.net হয়, তবে আপনার Cpanel এর লিঙ্ক হবে http://cpanel.ofees.net।
Cpanel এর লিঙ্ক এ জেয়ে আপনার Cpanel ইউজার ID এবং Cpanel পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এখন আপনি Software & Services থেকে Script Installer এ ক্লিক করুন।
আপনার ডোমেইন সিলেক্ট করে Proceed এ ক্লিক করুন।
WordPress এর ডান পাশে Install Now ক্লিক করুন।
এখন Destination Folder
(For the root, leave it as / otherwise change it to your location) ফিল্ডটি খালি রেখে Complete Install এ ক্লিক করুন।
কিছুক্ষন পর ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ ভার্সন টি আপনার Hosting এ ইন্সটল হয়ে যাবে। এবং আপনি একটি কনফার্মেশন পাবেন।
সময় স্বল্পতার কারণে আজকে আর কিছু লিখতে পারছি না। আগামি পর্বে ওয়ার্ডপ্রেস এর Dashboard নিয়ে আলোচনা করব।
আমি অনিক সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I m a graphics designer. I want to explore my experience with everyone & also wanna get their experience.
ভাই আপনি তো অটো ইন্সটল দেখালেন। ম্যানুয়াল দেখালে অনেকের উপকার হত। ধন্যবাদ। আর একটা কথা আপনি hostzil.la ব্যবহার করেন, কারন ওঁরা pro paid cpnel দেয়। আর আপনার এই http://ofees.net , byethost, 000webhost এ আপলোড করতে অনেক সমস্যা। এখাত্রে hostzil.la সবচেয়ে ভাল। কিছু মনে করবেন না ,আমি এই কথা ভালর জন্য বলেছি । vison21