ওয়ার্ডপ্রেস দিয়ে কমপ্লিট ফ্রী ওয়েবসাইট তৈরি করুন (নতুনদের জন্য)। পর্ব – ২

ওয়ার্ডপ্রেস দিয়ে কমপ্লিট ফ্রী ওয়েবসাইট তৈরি করুন (নতুনদের জন্য)। পর্ব – ১

অনেক বাস্ততার কারণে দ্বিতীয় পর্বটি টিউন করতে অনেক দেরি হয়ে গেল। জানি অনেকেই নিরাস হয়েছেন। নিরাস হবেন না কারণ আমি দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হয়ে গেছি। 😛

গত পর্বে আমরা Domain এবং Hosting নিয়েছেলাম। আজকে Hosting এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করব।

Hosting এ ওয়ার্ডপ্রেস ইন্সটল...

প্রথমে আমাদের Hosting এর Cpanel এ লগইন করতে হবে। আপনার hosting এর ওয়েবসাইট যদি http://ofees.net হয়, তবে আপনার Cpanel এর লিঙ্ক হবে http://cpanel.ofees.net।

Cpanel এর লিঙ্ক এ জেয়ে আপনার Cpanel ইউজার ID এবং Cpanel পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

এখন আপনি Software & Services থেকে Script Installer এ ক্লিক করুন।

আপনার ডোমেইন সিলেক্ট করে Proceed এ ক্লিক করুন।

WordPress এর ডান পাশে Install Now ক্লিক করুন।

এখন Destination Folder
(For the root, leave it as / otherwise change it to your location)
ফিল্ডটি খালি রেখে Complete Install এ ক্লিক করুন।

কিছুক্ষন পর ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ ভার্সন টি আপনার Hosting এ ইন্সটল হয়ে যাবে। এবং আপনি একটি কনফার্মেশন পাবেন।

সময় স্বল্পতার কারণে আজকে আর কিছু লিখতে পারছি না। আগামি পর্বে ওয়ার্ডপ্রেস এর Dashboard নিয়ে আলোচনা করব।

Level 0

আমি অনিক সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I m a graphics designer. I want to explore my experience with everyone & also wanna get their experience.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি তো অটো ইন্সটল দেখালেন। ম্যানুয়াল দেখালে অনেকের উপকার হত। ধন্যবাদ। আর একটা কথা আপনি hostzil.la ব্যবহার করেন, কারন ওঁরা pro paid cpnel দেয়। আর আপনার এই http://ofees.net , byethost, 000webhost এ আপলোড করতে অনেক সমস্যা। এখাত্রে hostzil.la সবচেয়ে ভাল। কিছু মনে করবেন না ,আমি এই কথা ভালর জন্য বলেছি । vison21

    @Kh ফয়সাল: টিউন টা আমি নতুনদের জন্য করেছি, তাই autoinstall টা দেখালাম। মেনুয়াল টা নিয়ে আরেকটা টিউন করবো। তথ্যপূর্ণ কমেন্ট এর জন্য ধন্যবাদ।

টিউনগুলো খুবই সস্তা করে ফেললেন :/

    @প্রিন্স মাহমুদ: সস্তা ভাবলে সস্তা আর দামী ভাবলে দামী। এটা যার যার মনমানুষীকতা। নতুনদের একটু শিখতে দিন। এরকম করলে কমেন্ট তো তারা পোস্ট থেকে পালিয়ে যাবে।

Level 0

ভাইয়া কিভাবে Website খুলতে হয় একটু বলবেন কি?

আমি একটি ওয়েব সাইট খুলতে চাই ,কেউ কি আমাকে একটু সহযোগিতা করবেন ,আমার peperonity তে একটি একাউন্ট আছে কিন্তু peperonity তে দুই মেগাবাইট এর বেশি আপলোড করাযায় না ..আমি এমন একটি প্রি ওয়েব সাইট চাই যে সাইটে বড় বড় ফাইল আপলোড করাযায় ,যদি কেউ আমাকে একটু সহযোগিতা করেন তা হলে আমার খুব উপকার হবে !
বি.দ্র: আমি নকিয়া N70 দিয়ে ইন্টারনট ব্যবহার করি
+8801712526528
+8801612526528
+8801972526528
+8801842526528

Level 0

ভাই পর্ব ১ এ 000webhost.com এ hosting নিতে বললেন। আর এখানে আপনি http://ofees.net এর hosting নিয়ে বলনেন। 000webhost.com এর cpalen তো এটার সাথে মিলে না। 000webhost এর cpalen এ Script Installer তো নেই। Fantastico Autoinstaller নামে একটা option আছে যেখানে অনেক চেষ্টা করেও ওয়ার্ডপ্রেস setup দিতে পারিনাই। এক এক টিউন এ যদি এক এক কথা বলেন তাহলে কিভাবে হবে??

    @Harry: আমি 000webhost.com -তে Hosting নিয়ে wordpress install করেছি। পুরা ওয়েব সাইট বানিয়ে ফেলেছি। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন email: [email protected] or FB: facebook.com/sopnil.cs

    @Harry: ভাই 000webhost.com এ আপাতত Fantastico Autoinstaller টা বন্ধ আছে। তাই http://ofees.net এই ওয়েবসাইট এর লিঙ্ক দিলাম। আপনি মানুয়াল ভাবে ইন্সটল করতে পারেন। আমি মেনুয়ালি ইন্সটল এর একটা টিউন করব।

Level 0

শেষমেশ ম্যানুয়ালি করে ফেললাম । না বুজেই করে ফেললাম। শেষ পর্যন্ত করতে পেরেছি তাই ভাল লাগছে। কষ্টটা বেশি হল। আপনার আশার বসে ছিলাম। কিন্তু আপনি তো………

http://www.technohelp.tk/
http://technohelp.asia/

    @Harry: নিজে নিজে করতে পারার মধ্যে একটা আনন্দ আছে। আমার কাছ থেকে শিখে এই আনান্দ টা পেতেন না।

Level 0

Amake keu Help korlo Naa… 🙁

Level 0

আপনাকে ধন্যবাদ। ওয়ার্ডপ্রেস দিয়ে কমপ্লিট ফ্রী ওয়েবসাইট তৈরি করুন (নতুনদের জন্য)। পর্ব – ৩ কবে পাবে।