একবার এক ওয়েব ডিজাইনার ড্রিমওয়েভারে টেবিল তৈরী করে অথবা আতেলের মত প্রোগ্রামিং কোড লিখে ছবি ইনসার্ট করাচ্ছিল আর ভাবছিল যদি এমন একটা সফটওয়ার থাকত যেটা দিয়ে শুধু কয়েকটা ক্লিক করেই ইচ্ছেমত ওয়েব অ্যালবাম/ফটো গ্যালারী তৈরী করা যেত।এমন সময় ফটোশপ আলাদিনের দৈত্যের মত হাজির হয়ে টিউটোরিয়ালটি হাতে ধরিয়ে দিয়ে উধাও হয়ে গেল।চলুন আপাতত টিউটোরিয়ালটি দেখে নেই।বাকি কথা পরে।
টিউটোরিয়ালটি Photoshop CS3 ব্যাবহার করে করা হয়েছে।শেষে এভাবে তৈরী বেশ কিছু অ্যালবাম দেয়া হল।
প্রথমে ফটোশপ খুলে File মেনুতে ক্লিক করে Automate>Web Photo Gallery..
Web Photo Gallery তে ক্লিক করলে নিচের মত একটি উইন্ডো আসবে এখান থেকে Style ড্রপডাউন মেনুর অনেকগুলো অপশন থেকে যেকোন একটি সিলেক্ট করুন,সিলেক্ট করার সাথে সাথেই আপনার ফটো গ্যালারিটি কেমন হবে তার প্রিভিউ দেখাবে ডান দিকে।এবার নিচে ইমেইল বক্সে ইমেইল এড্রেস দিতে পারেন,যদি দেন গ্যালারিতে তা লিংক আকারে দেখাবে এবং ঐ লিংকে ক্লিক করে আপনাকে কেউ মেইল করতে পরবে।এখন এর নিচে Use ড্রপডাউন বক্সে Folder অপশনটি সিলেক্ট করুন।Browse করে যে ফোল্ডারটির ছবিগুলোর অ্যালবাম তৈরী করতে চান সেটা সিলেক্ট করুন।অ্যালবামটি (ওয়েব পেজটি) যেখানে সেভ করতে চান সেটা Destination Button এ ক্লিক করে দেখিয়ে দিন।বাকিটুকু নিচের ছবিঅনুযায়ী করুন।
এবার Option ড্রপডাউন মেনু থেকে Banner Select করে Site Name,Photographer,Contact Info ইত্যাদি ইচ্ছেমত লিখে দিন যেমন আমি লিখেছি।উল্লেখ্য এই তথ্যগুলি গ্যালারী তে প্রদর্শন করবে।
আবার Option মেনু থেকে Large Image Select করে Resize Image চেকবক্সটি সিলেক্ট করে ইমেজের আকার,কোয়ালিটি ইত্যাদি অর্থ্যাৎ ফটোশপ ছবিগুলোকে কিভাবে Process করবে তা ঠিক করে দিন যেমন আপনার পছন্দ।
Option ড্রপডাউন মেনু থেকে Custom Color সিলেক্ট করে গ্যালারির ব্যাকগ্রাউন্ড কালার,লেখাগুলির রং,লিংকের রং ইত্যাদি ঠিক করে দিন যেমন আপনি চান।সব Style য়েই এ Custom Color অপশনটি কাজ করেনা যেমন নিচের ছবিতে দেখুন আমি Centered Frame 1-Feedback Style টি সিলেক্ট করেছি ফলে Custom Color অপশনটি নিস্ক্রিয় দেখাচ্ছে।
ব্যাস এবার ওকে করুন আর দেখুন ফটোশপের যাদু।
দেখুন এভাবে তৈরীকৃত কিছু অ্যালবাম-কত সুন্দর!!
আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।
🙂