অটেমেটিক Alt tag title যুক্ত করুন ব্লগের ছবিতে

অতি কষ্টের তৈরী ব্লগটিকে কে না ভালবাসে!কিন্তু কিছু কিছু স্ক্রীপট আপনার কষ্টের সঙ্গী হয়ে কিছুটা কষ্ট ভাগকরে নিতে পারে। ব্লগে ছবি আপলোড তো নিত্য দিনের ব্যপার। কিন্তু ছবি আপলোড করেই কাজ শেষ হয় না। ছবির আকার, স্থান, Alt tag title ইত্যাদি লিখতে হয়। তবে আজ থেকে ব্লগে Alt tag title অটোমেটিক ভাবে যোগ করতে পারবেন যদি আপনি নিচের পদক্ষেপ অনুশরন করেন।

১। ব্লগে লগিন করুন এবং ড্রাসবোর্ড থেকে template অপশন নির্বাচন করুন।

পড়ুন : কিভাবে ব্লগে snow effect যোগ করে ব্লগটি আরও আর্কষনীয় করা যায়।

২। template পেইজ লোড হবার পরে প্রথমে আপনাকে template এর একটি ব্যকাপ তৈরী করতে হবে।

৩। ব্যকাপ তৈরী করা হয়ে গেলে Html Edit করুন এবং </body> খুজে বার করুন।

৪। </body> এর আগে নিচের কোডটি পেষ্ট করুন এবং template সেইভ করুন।

<script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js' type='text/javascript'/>
//tipsworldbd.blogspot.com
<script type='text/javascript'>
//<![CDATA[
$(document).ready(function() {
$('img').each(function(){
var $img = $(this);
var filename = $img.attr('src')
$img.attr('title', filename.substring((filename.lastIndexOf('/'))+1, filename.lastIndexOf('.')));

$img.attr('alt', filename.substring((filename.lastIndexOf('/'))+1, filename.lastIndexOf('.')));
});
});
//]]>
</script>

আরও পড়ুন :  কিভাবে ব্লগে বুদবুদ যোগ করা যা।

ভিজিট করে দেখুন আমার ব্লগটি

Level 0

আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়ার্ডপ্রেসে এটা করার কোনো উপায় আছে ?

Level 0

আমার kazirhut.com এ আপনার কোডটি লাগিয়ে দেখলাম কাজ করছে। তবে একটু এডিট করতে হয়েছে। ধন্যবাদ।

Level 0

আপনি অনে সুন্দর টিউন করেছেন সামনে এরকমের টিউন আরো করবেন।

Level 0

thanks for the post. I successfuly done in my site