আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আমি আল্লাহ্র অশেষ রহমতে ভালোই আছি ।
কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ
কেন নিজেকে ওয়েব ডেভেলপার/ ডিজাইনার হিসেবে গড়ে তুলবেন???
টেকটিউনস এর “চেইন টিউন” বিভাগে HTML এবং CSS সম্পর্কে অনেক টিউটোরিয়াল পাবেন । কখনো তাড়াহুড়া করে শিখতে যাবেন না । প্রয়োজনে, একটি টিউটোরিয়াল বার বার পড়বেন । টিউটোরিয়ালটি পড়ার পর আপনি নিজেই চেষ্টা করে দেখবেন, আপনি যা শিখেছেন তা দিয়ে আপনি নিজে একটি টিউটোরিয়াল বানাতে পারেন কি না? কোন টিউটোরিয়াল শিখার সময় কোন একটা অংশ না বুঝতে পারলে তা টিউনার কে প্রশ্ন করুন । সর্বদা, ধৈর্যের সাথে কাজ করবেন ।
যখন টেকটিউনস অথবা অন্যান্য ব্লগে একটি পরবভিত্তিক টিউটোরিয়াল শুরু হয় তখন সেই টিউটোরিয়াল প্রায় ২০০-৩০০ জন অনুস্মরণ করে । কিন্তু যখন টিউটোরিয়াল এর ৫-১০ পর্ব প্রকাশিত হয় তখন অনুস্মরণ করে মাত্র ৫০-৬০ এবং পরে তা আস্তে আস্তে কমতে থাকে ।
আমরা যে অলস তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে, যখন কোন টিউনার ২-৪ ঘণ্টা ব্যয় করে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল তৈরি করে তখন আমরা কি করি? টিউটোরিয়াল টি পড়ি ঠিকই কিন্তু কমেন্ট করিনা । এক কথা মনে রাখবেন, টিউনারগন টাকার বিনিময়ে কখনো পোষ্ট করে না । টিউনারগণ আমাদের পেছনে ২-৪ ঘণ্টা ব্যয় করতে পারলে আমরা ১ মিনিটের জন্য একটা কমেন্ট করতে পারবোনা?আসলে আমরা কখনো কৃতজ্ঞতা প্রকাশ করি না । এ জন্যই আমরা কিছু শিখতে পারিনা ।
সুতরাং, একটা কথা সবসময় মনে রাখবেন, “পরিশ্রম করলে সফলতা আসবেই”
ভালো লাগলে কমেন্ট করবেন ।
আমার সাথে ফেইসবুক এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে এখানে ক্লিক করুন ।
আমি জিহান হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Clear cut কথা!!!!. ভাই ভালো লাগলো….