আপনার ব্লগটি দেখতে সুন্দর হলে এবং কিছু গুরুত্বপূর্ন তথ্য পেলেই কেবল ভিজিটররা আপনার ব্লগটি ভিজিট করবে। তাই প্রতিদিন কিছু না কিছু পোষ্ট করতে হয়। আর এমন কিছু উপাদান বা গ্যাডগেট যোগ করতে হয় যা ভিজিটরদের ভিজিটকালীন সময় সহায়তা করে। আপনি আপনার ব্লগে বা সাইটে একটি সুন্দর অ্যানিমেটেড ফ্ল্যাস ঘড়ি যোগ করতে পারেন যা কোডের তুলনায় তারতারি ওপেন হবে এবং শোভা বাড়িয়ে ভিজিটরদের আকৃষ্ট করবে। তাহলে শুরু করা যাক কিভাবে ঘড়ি যোগ করবেন।
কাজটা খুবই সহজ আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইট বা ব্লগে লগিন করুন। এবার নিচের ঘড়ি দুটের মধ্যে যেটা পছন্দ তার নিচের যেকোন একটি কোডটা ডাউনলোড করে নিন। এবার java/html গ্যাটগেটে কোডটি পেষ্ট করুন এবং সেইব করুন।
আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...
আপনি নিতি মালা ভন্গ করেছেন । এখান থেকে নিতিমালাটা দেখে নিন ।
https://www.techtunes.io/terms