দুটি বিষয়ের কথা বলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আমার এ লেখাটি আপনার জন্য উপকারী ও সিন্ধান্ত নিতে সহায়ক হবে।
ওয়েব ডিজাইন সাধারনত দুই ধরনের ১. স্টাটিক ডিজাইন, ২. ডাইনামিক ডিজাইন
স্টাটিক ডিজাইন শিখলে আপনি স্টাটিক ওয়েবসাইট (পেজ) ডিজাইন করতে পারবেন।এ পেজ গুলি ইউজার Request অনুযায়ী প্রদর্শন করেনা। আগে থেকেই তৈরী করা থাকে কোন পরিবর্তন হয়না।সকল ইউজারের কাছে একই তথ্য প্রদর্শন করে।এ ধরনের পেজ তৈরী করা সহজ কিন্তু আপডেট করা জটিল।ছোট খাট কোম্পানি তাদের তথ্য প্রদর্শনের জন্য সাধারনত স্টাটিক সাইট তৈরী করে।সত্যি বলতে স্টাটিক সাইট বা ডিজাইনারের বর্তমানে তেমন চাহিদা নেই।স্টাটিক ডিজাইন শিখতে সাধারনত নিচের কাজগুলি শিখতে হবে-
*সফটওয়ারের সর্বশেষ ভার্সনগুলি ব্যাবহার করুন অতিরিক্ত সুবিধাগুলি আপনার সময় ও শ্রম বাচাবে যেমন ড্রিময়েভার এর সর্বশেষ ভার্সন দিয়ে ফেসবুকের মত মেনু-সাব মেনু সহ তৈরী করতে পারবেন যেটা ড্রিমওয়েভার এর আগের ভার্সনগুলি দ্বারা পারবেন না। এই রকম মেনুই যদি CSS বা অন্য কোন ল্যাংগুয়েজ দিয়ে তৈরী করতে যান তাহলে ব্যাক্তিভেদে কয়েক ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে যেটা ড্রিমওয়েভারে মাত্র কয়েক মিনিটেই করতে পারেন।
ডাইনামিক ওয়েবসাইট গুলি ইউজারের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়।এ সাইটগুলি আপডেট করা খুব সহজ।বর্তমানে ডাইনামিক সাইট ও ডিজাইনারদের জয়জয়কার। ডাইনামিক ডিজাইনার হতে আগে অবশ্যই স্টাটিক এর কাজ গুলি শিখতে হবে সাথে সাথে নিচেরগুলি-
যারা ডাইনামিক ডিজাইনার তাদের ফটোশপ,ফ্ল্যাশ ইত্যাদির গভীর দক্ষতার দরকার নেই। আসলে IT ফার্মগুলি গ্রাফিক্সের কাজের জন্য(যেগুলো ফটোশপ,ফ্ল্যাশ দিয়ে করা হয়) সাধারনত আলাদা লোক নিয়োগ দেয় তাই এদের দিয়ে এসব কাজ করায়না।
এবার সিন্ধান্ত নিন কি হবেন আপনি স্টাটিক,ডাইনামিক না গ্রাফিক্স ডিজাইনার।
নতুন আসলাম,দেখলাম,লেখলাম।ভূল হলে মাফ চাইলাম।
আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।
খুবই ভাল হয়েছে……..ভাই আমি একজন প্রফেশনাল Web Designer ও Developer হতে চাই……Please এ ব্যাপারে সাহায্য বা পরামর্শ দিবেন………