ওয়েব ডিজাইনের কিছু মৌলিক ধারনা

uu

দুটি বিষয়ের কথা বলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আমার এ লেখাটি আপনার জন্য উপকারী ও সিন্ধান্ত নিতে সহায়ক হবে।

  • ১. ওয়েব ডিজাইন শেখার আগ্রহ
  • ২. অনভিজ্ঞ(যে ওয়েব ডিজাইন সম্পর্কে কিছুই জানেন না)

ওয়েব ডিজাইন সাধারনত দুই ধরনের ১. স্টাটিক ডিজাইন, ২. ডাইনামিক ডিজাইন

১. স্টাটিক ডিজাইন:

স্টাটিক ডিজাইন শিখলে আপনি স্টাটিক  ওয়েবসাইট (পেজ) ডিজাইন করতে পারবেন।এ পেজ গুলি ইউজার Request  অনুযায়ী প্রদর্শন করেনা। আগে থেকেই তৈরী করা থাকে কোন পরিবর্তন হয়না।সকল ইউজারের কাছে একই তথ্য প্রদর্শন করে।এ ধরনের পেজ তৈরী করা সহজ কিন্তু আপডেট করা জটিল।ছোট খাট কোম্পানি তাদের তথ্য প্রদর্শনের জন্য সাধারনত স্টাটিক সাইট তৈরী করে।সত্যি বলতে স্টাটিক সাইট বা ডিজাইনারের বর্তমানে তেমন চাহিদা নেই।স্টাটিক ডিজাইন শিখতে সাধারনত নিচের কাজগুলি শিখতে হবে-

  • HTML(এটা একটা Mark Up Language, Programming Language নয়)
  • CSS(এটাও Mark Up Language)
  • Adobe Dreamweaver
  • Adobe Flash
  • Adobe Photoshop
  • ১. স্টাটিক ডিজাইন ৪/৫ মাসেই ওয়েবসাইটের টিউটোরিয়াল থেকে শেখা সম্ভব।
  • ২. স্টাটিক ডিজাইন না শিখে কেউ যদি ফটোশপ,ফ্ল্যাশ অত্যন্ত ভালভাবে শেখে তবে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তার চাকরির বাজারে প্রচুর চাহিদা আছে।
  • ৩. আপনি যদি CSS,HTML ভালো নাও জানেন তবু ফটোশপ  ফ্ল্যাশে ব্যানার,বাটন, অ্যানিমেশন ইত্যাদি প্রয়োজনীয় জিনিস তৈরী করে ড্রিমওয়েভারে ডিজাইন মোডে কপি পেস্ট করেও সুন্দর ওয়েবসাইট তৈরী করতে পারেন।এক্ষেত্রে ড্রিময়েভারের কাজ একটু ভাল জানলেই চলে।
  • ৪.কেউ ইচ্ছে করলে কয়েকঘন্টায় ড্রিমওয়েভার শিখতে পারে ওয়েব টিউটোরিয়াল থেকে এমন একটি সাইট হচ্ছে টিচারক্লিক

    *সফটওয়ারের সর্বশেষ ভার্সনগুলি ব্যাবহার করুন অতিরিক্ত সুবিধাগুলি আপনার সময় ও শ্রম বাচাবে যেমন ড্রিময়েভার এর সর্বশেষ ভার্সন দিয়ে ফেসবুকের মত মেনু-সাব মেনু সহ তৈরী করতে পারবেন যেটা ড্রিমওয়েভার এর আগের ভার্সনগুলি দ্বারা পারবেন না। এই রকম মেনুই যদি CSS বা অন্য কোন ল্যাংগুয়েজ দিয়ে তৈরী করতে যান তাহলে ব্যাক্তিভেদে কয়েক ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে যেটা ড্রিমওয়েভারে মাত্র কয়েক মিনিটেই করতে পারেন।

    ২. ডাইনামিক ডিজাইন:

    ডাইনামিক ওয়েবসাইট গুলি ইউজারের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়।এ সাইটগুলি আপডেট করা খুব সহজ।বর্তমানে ডাইনামিক সাইট ও ডিজাইনারদের জয়জয়কার। ডাইনামিক ডিজাইনার হতে আগে অবশ্যই স্টাটিক এর কাজ গুলি শিখতে হবে সাথে সাথে নিচেরগুলি-

    • প্রোগ্রামিং ল্যাংগুয়েজ-Javascript (Client Side),সাধারনত এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হচেছ PHP(Server Side),এছাড়া আছে .Net,ASP ইত্যাদি
    • ডাটাবেসের সাথে কিভাবে সাইটকে সংযুক্ত করতে হয় এজন্য ডাটাবেসের মৌলিক ধারনা-MS Access,My SQL,Oracle ইত্যাদি।বর্তমানে My SQL বেশ জনপ্রিয়।

    যারা ডাইনামিক ডিজাইনার তাদের ফটোশপ,ফ্ল্যাশ ইত্যাদির গভীর দক্ষতার দরকার নেই। আসলে IT ফার্মগুলি গ্রাফিক্সের কাজের জন্য(যেগুলো ফটোশপ,ফ্ল্যাশ দিয়ে করা হয়) সাধারনত আলাদা লোক নিয়োগ দেয় তাই এদের দিয়ে এসব কাজ করায়না।

    • ১. ডাইনামিক কাজ শিখলে চাকরির বাজারে আপনার প্রচুর চাহিদা হবে।
    • ২. বুয়েটসহ দেশে বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রশিক্ষন দিয়ে থাকে।
    • ৩. ডাটাবেসের কাজেও বস হতে হবেনা তাহলে আলাদা প্রশিক্ষন নিয়ে ডাটাবেস ডিজাইনার হতে পারেন।
    • ৪. ওয়েবসাইট টিউটোরিয়াল থেকেও ডাইনামিক ডিজাইনার হতে পারেন তবে সরাসরি কারও কিছু সাহায্য লাগবেই।
    • ৫. বেশ সময় ও মেধার দরকার

    এবার সিন্ধান্ত নিন কি হবেন আপনি স্টাটিক,ডাইনামিক না গ্রাফিক্স ডিজাইনার।

    নতুন আসলাম,দেখলাম,লেখলাম।ভূল হলে মাফ চাইলাম।

    Level 0

    আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    খুবই ভাল হয়েছে……..ভাই আমি একজন প্রফেশনাল Web Designer ও Developer হতে চাই……Please এ ব্যাপারে সাহায্য বা পরামর্শ দিবেন………

      ধন্যবাদ।ওয়েবসাইটের টিউটোরিয়াল থেকে শিখতে পারেন অথবা প্রশিক্ষন নিতে পারেন।কোথায় ও কি কি শিখতে হবে তাতো উপরে বলেই দিয়েছি।

      Level 0

      Web Designer ও Developer এর জন্য requirement -সহ এই address ([email protected] )-এ mail করেন।

    Level 0

    নতুন হলে কি হবে? লেখছেন তো মারাত্নক ও জ্ঞানী গুনী ব্যাক্তিদের মত৷ তবে ভবিষ্যতে আরো কিছূ আপনার কাছে আমরা আশা করি>>…>…..>>>> ধন্যবাদ আপনাকে ৷

      ধন্যবাদ আপনাকেও।আপনার আশা আমার আগ্রহের সৃষ্টি করল।ইনশাআল্লাহ চেষ্টা করব।

    ভাই চালিয়ে জান আর আমাদের ওয়েবসাইট তৈরি করা সম্পূর্ন শিখিয়ে ছাড়বেন।

      ধন্যবাদ আপনার রোমাঞ্চকর মন্ত্যব্যের জন্য।

    Level 0

    ধন্যবাদ।

    ভালো হইসে। অনেক ধন্যবাদ।

      ভালো লাগল।আপনাকেও অনেক ধন্যবাদ।

    ভাই!!!!!!!! 🙂 আমার মনের কথা গুলো আপনার মাঝে খুজে পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাতক 🙂

    ভাই!!!!!!!! 🙂 আমার মনের কথা গুলো আপনার মাঝে খুজে পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনােক 🙂

      আপনার মন্তব্য পড়ে খুশি হলাম।Thank u very much.

    Bhalo Hochchey

    Really Useful Post.
    Mohitzone
    GoogleSearch