আমার খুব কম করে হলেও ১ ডলার দিয়েও হোস্টিং করার ইচ্ছা নেই । তাই ফ্রি হোস্টিং বেছে নেওয়াই উচিত । কিন্তু হোস্টিং প্রোভাইডার ভাল হওয়া উচিত । আমার দেখা মতে যার হোস্টিং দেয় তার মধ্যে 50webs.com ই সবচেয়ে ভাল । কিন্তু কিছু দিন আগে একটা হোস্টিং প্রোভাইডার দেখলাম । যারা আপনাকে ৩০০০ মেগা বাইট জায়গা দেবে । প্রয়োজন হলে আরো পাবেন । আনলিমিটেড BANDWIDTH পাবেন । তারা আপনাকে সিপেনেল হোস্টিং দেবে । ১০ টি ইমেইল করতে দেবে । তাই এটা আমার খুব ভাল লেখেছে । চাইলে দেখতে পারেন :
এখানে আগে প্রকাশিত
আমি Shanto sid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 239 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ডিজিটাল ম্যান বিডি or Shanto Datta । আমি একজন ছাত্র । এখন কিছু টুকটাক ওয়েব ডিজাইন শিখছি । নিজের ব্যবহারের জন্য যে টুকু দরকার। আর সেই অল্প ঞ্জান আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব । (ধন্যবাদ)
হুমমমমমমমমম ভাল। ধন্যবাদ আপনাকে।