খুব সহজে আপনার ব্লগারে ব্যাক টু টপ বাটন যুক্ত করুন

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। টেক টিউনসবিডিতে এটা আমার দ্বিতীয় পোস্ট। আশাকরি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার কাজের কথায় আসি।আমাদের অনেকরই এক বা একাধিক ব্লগ আছে। আর নিজেদের ব্লগটা আরেকটু সুন্দর করার জন্য আমরা সকলেই প্রতিনিয়ত চেষ্টা করি। আজকে আমি কিভাবে ব্লগারে (ব্লগস্পট) ব্যাক টু টপ বাটন (উইজেট) যুক্ত করতে হয় সেটাই শেয়ার করব।

যারা জানেন তারা তো জানেনই তাই যারা জানেন না তাদের জন্য এই পোস্ট। প্রথমে বলে রাখি ব্যাক টু টপ বাটন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ব্লগপেজ বা পোস্ট দেখতে দেখতে একদম নিচে নামার পর আবার স্ক্রল করে উপরে উঠতে ঝামেলা মনে হয় তাই এই বাটনটি যুক্ত করার ফলে আপনার ব্লগ ভিসিটররা সহজভাবে শুধু বাটনটিতে ক্লিক করেই উপরে উঠতে পারবে আর উইজেটও আপনার ব্লগকে আরও সুন্দর করবে।

প্রথমে আপনার ব্লগারে লগিন করুন >> তারপর লেআউট থেকে একটি এইচটি এম এল/জাভাস্ক্রিপট যুক্ত করুন >> এবার জাভা স্ক্রিপটটিতে  নিচের লিংক থেকে কোডটা কপি করে এনে  পেস্ট করুন >> সবশেষে সেভ করুন। আপনার কাজ শেষ।

জানিয়ে রাখা ভালো যে, আপনি উইজেটটির সাইজ বা কালার পরিবর্তন করতে পারবেন না। কাস্টমাইজ করা যায় বিভিন্ন কালারের এই রকম অনেক গুলো বাটন এর জাভাস্ক্রিপট যদিও আমার কাছে আছে কিন্তু পোস্ট অনেক বড় হবে তাই আজ আর শেয়ার করলাম না। আপনাদের যদি দরকার থাকে তাহলে না হয় আরেকদিন শেয়ার করা যাবে। কোন সমস্যা হলে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেয।

ডেমো দেখার জন্য এখানে ক্লিক করুন

                                              জাভাস্ক্রিপট কোড লিংক 

 

 

 

 

 

 

 

Level 0

আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice……..

kaj kore na

ভাই এবার সরাসরি জাভাtarস্ক্রিপ্ট এর লিংকটা দিলাম।ওখান থেকে shidahmodkhanজাভাtarস্ক্রিপ্ট কোড টুকু কপি করে পেস্ট করুন।তাহলেই হবে।আমি দুঃখিত।আগের কোড ভুল ছিল না কিন্তু লাইন এলাইনমেন্ত নষ্ট হয়ার কারনে বোধ হয় কাজ করে নাই।@
tarshidahmodkhan

Thank you

এবারো কাজ হইলো না। 🙁

কাজ হইলো না মনে কি ? ১০০ % কাজ হয়।আপনি যথাযথ ভাবে চেষ্টা করুন।জাভাস্ক্রিপট কোড এর যেই লিংক উপরে দেয়া হয়েছে ওখান থেকে কোড কপি করে ব্লগার এর জাভা গেজেটে উক্ত কোড পেসট করুন।

Awesome post with nice explanation. You’re all the tips are helpful thanks for sharing…

আমার ব্লগ