........................................................................................................................
ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে? প্রথমত ডোমেইন লাগে। তারপর হোস্টিং। ফ্রিতে ডোমেইন নেওয়ার পদ্ধতি আজ খোলাসা করব।
এর আগে আমরা ডটকোডটসিসি থেকে ডোমেইন নিয়েছি। কিন্তু সেখানে ১ বছরের জন্য ফ্রি সার্ভিস দেয়। খুজতে খুজতে পেলাম আজ একই রকম আরেকটি ডোমেইন কুয়া/ওয়েবসাইট। এখানে ২ বছরের জন্য ফ্রি সার্ভিস পাবেন। (অভিজ্ঞদের কাছে হয়ত আগেই জানা!!) সাইটটি হল http://www.nic.cz.cc/
সাইটের রেজিষ্ট্রেশন পক্রিয়া চিত্রসহ বর্ণনা করা হল
প্রথমে উপরিল্লিখিত সাইটে প্রবেশ করে আপনার ডোমেইন লিখে সার্চ করুন উদাহারণ হিসেবে আমি itblog নামে সার্চ করলাম
তারপর আপনার প্রদত্ত ডোমেইন ফ্রি থাকলে সবুজ কালি দিয়ে টিক চিহ্ন দেওয়া থাকবে। এখানে ২ বৎসর সিলেক্ট করে update এ ক্লিক করুন।
এখানে চিত্রে দেখানো চেক বক্সে চেক কইরে বইসেন না যেন আবার তাহলে আপনাকে এক্সট্রা ৬ ডলার গুন তে হবে। শুধু গুনলে হবে না তাদের দিয়েও দিতে হবে 😛
তারপর নতুন একটি একাউন্ট তৈরি করার জন্য ওখানে রেজিষ্ট্রেশন করুন। আগে একাউন্ট থাকলে লগইন করুন। নতুন একাউন্ট তৈরি হলে তারা আপনাকে মেইল করে একটি নম্বর পাঠাবে। সেই নম্বরটি ওখানে সফলভাবে পেষ্ট করতে পারলে নিচের চিত্রের মত আসবে এখানে Finish Free Registration এ ক্লিক করুন
তারপর আপনার রিকোয়েষ্ট প্রসেসিং হবে
রিকোয়েষ্ট প্রসেসিং হলে এমন চিত্র দেখতে পারবেন।
এখান থেকে My Account এ ক্লিক করুন।
এরপর My Domain এ ক্লিক করুন।
এরপর Manage এ ক্লিক করুন।
এই ডোমেইনে আপনি তিন ধরনের সুবিধা পাবেন।
১। ইউআরএল ফরোয়ার্ডিং- বড় কোন ডোমেইন মনে না থাকলে আপনি এটি ব্যবহার করতে পারেন। ডটকোডটএনআর এর মত এতে কোন লিংক আপনার প্রথম পেজে রাখার শর্ত এতে নেই।
২। নেমসার্ভারঃ সরাসরি ডোমেইন। ডটকোডটসিসি এর মত। সার্চ ইঞ্জিন সাপোর্ট। সক্রিয় করার জন্য আপনার হোস্টিং সার্ভারের নেমসার্ভার ঠিকানা দুটি দিন। তাহলেই কেল্লাফতে।
৩। জোন রেকর্ডসঃ এই ব্যাপারে আমি জানি না। =d_d
সীমাবদ্ধতাঃ
৫টির বেশী ডোমেইন রেজিষ্ট্রেশন করা যাবে না। তবে আপনি তাদের ডোনেট করলে আনলিমিটেড ডোমেইন রেজিষ্ট্রেশন করতে পারবেন।
তো শুরু করে দিন ডোমেইন রেজিষ্ট্রেশন!!
কোন সমস্যা হলে তো আমি আছিই...................
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
(mona hoy ami 1st comment korlam)…রাসেল আহমেদ vai ki komu akkothy Joss Jotil !!! thanks……………….