আসসালামুআলাইকুম,ব্লগার ব্লগ বাংলা টিউটোরিয়ালের আজকের টিউনে আমরা অনলাইন কাউন্টার বা ইউজার অনলাইন কিভাবে যোগ করতে হয় সে বিষয়টি শিখব।
অনলাইন কাউন্টার হলো এমন একটি এপ্লিকেশান যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটরদের সংখ্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।
অনলাইন কাউন্টার তৈরি করার জন্য আমরা সুপারকাউন্টারকেই বেছে নেব। কেননা এই কাউন্টারের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট ভিজিটরদের নাড়ি নক্ষত্র দেখতে পারবেন আপনার ওয়েবসাইট থেকেই, মাত্র একটি ক্লিক করার মাধ্যমেই।
-যা যা জানা যাবে-
এছাড়া এ ওয়েবসাইট থেকেই আপনি ফ্লাগ কাউন্টার ও হিটকাউন্টারও যোগ করে নিতে পারেন।
আসুন কাজ শুরু করা যাক।
এবার আপনার ব্লগেঃ http://blogger.com থেকে
ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
এবার গ্যাডজেটটি যেখানে দেখাতে চান সেখানে বসিয়ে দিন। সেভ করে বেরিয়ে আসুন।
আপনার ওয়েবসাইটে তৈরি হয়ে গেল অনলাইন কাউন্টার। আপনার ওয়েবসাইটে দৃশ্যমান ইউজার অনলাইনের উপর ক্লিক করে আপনি আপনার সাইটের যাবতীয় তথ্যদি দেখতে পাবেন
আশাকরি বুঝতে কষ্ট হবে না।
উপক্রিত হলে অবশ্যই কমেস্টস করুন আমার ফ্রিতে পাওয়া ওয়েবপেজেও কমেন্টস
: আশাকরি 🙂
টিউনটি প্রথম টেকটিউন্সে প্রকাশিত
আমার ওয়েবপেজ http://carifahmad.blogspot.com
ফেসবুকে http://facebook.com/carifahmad
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bhaia, shironam er sathe lekha r kono mil nai. ami vebechilam je how can I make my first website ai rokom kishue hobe………….
ok, nice tune Bhaia, keep it up!!!