আমরা ব্লগে টেমপ্লেটের সাথে যুক্ত থাকা সার্চ বক্স ব্যবহার করি। তাছাড়া একটা এডভান্স হলে গুগল কাস্টম সার্চ। কিন্তু আপনি যদি প্রফেশনাল হিসাবে ব্লগিং করতে চান তবে আপনার ব্লগটিকে চমৎকার ডিজাইন করতে হবে আর কিছু ভাল আটিকের্ল, যাতে ভিজিটর ধরে রাখতে পারেন। সেট জন্য প্রথম আপনাকে ভাল ডিজাইন করতেই হবে। আজকে আমি আপনাদের একটি সিম্পল সার্চ বক্স শেয়ার করবো।
<div class="searchform"> <form method="get" id="searchform" action="/search"> <table width="100%"> <tr> <td><input type="text" style="width:98%;padding:2px;" value="Search this blog..." onfocus="if (this.value == "Search this blog...") {this.value = ""}" onblur="if (this.value == "") {this.value = "Search this blog...";}" name="q" id="sbox" class="sbox"></td> <td width="75px"><input type="button" Value="Search" id="sbutton" class="sbutton" alt=""></td> </tr> </table> </form> </div>
4. এইবার সেইভ করুন ব্যাস কাজ শেষ
কত সহজেই করে ফেললাম । আপনারে সবাইকে ধন্যবাদ । আর আপনাদের উৎসাহ পেলে আরো ভাল মানের পোষ্ট দিতে পারবো Blogspot ব্লগ নিয়ে ।
আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউন, ধন্যবাদ। ভাই, আমি ব্লগস্পটে সিএসএস দিয়ে মেনুবার তৈরি করেছি, এখন আমি ঐ মেনুর সাথে কোন পৃষ্ঠা বা পোস্টের লিংক দিতে চাই কিন্ত পারছিনা। আপনার সযোগীতা কামনা করছি.