আসসালামুআলাইকুম,
ব্লগার ব্লগ টিউটোরিয়ালের আজকের টিউনে আমরা শিখব কিভাবে ব্লগে লেভেল যোগ করতে হয়। প্রথমেই জেনে নিই লেভেল কি? টেকটিউনে যে সমস্ত বিভাগ রয়েছে যেমন- ভিডিও এডিটিং, সম্পাদকীয়, ফটোগ্রাফি এগুলোকে আমরা একএকটি লেভেল বলতে পারি।
এ কাজটি শিখতে গিয়ে আমি এক ব্লগার ভাইকে ফোন করেছিলাম যার বাড়ি ইন্ডিয়াতে। ৩৬ টাকা ব্যালেন্স ছিল তাই সমাধান পাইনি পরে টেপাটিপি করে করে শিখে ফেলেছি।
যাই হোক এবার টিউটোরিয়াল শুরু করা যাক।
প্রথমেই ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ডেসবোর্ড আসুন এখান থেকে পোস্টিং এ যান। এবার লেভেল তৈরির পালা
মনে করুন আপনি আপনার “ফটোশপ” বিষয়ক পোস্টটিকে ফটোগ্রাফী নামক লেভেলে রাখতে চান , তাহলে ওই পোস্ট টি সিলেক্ট করে লেভেল এ্যাকশানে (পোস্ট সমূহের উপরের দিকে এ অপশনটি দেখতে পাবেন) যান এবার আপনি লেভেলের নাম লিখে ওকে বাটনে প্রেস করুন। ব্যাস তৈরি আপনার লেভেল। এভাবে ২০০টি পর্য়ন্ত লেভেল তৈরি করতে পারবেন।
এবার আপনার লেভেল ডিসপ্লে করানোর জন্য এড এ গেটজেটে যান গেডজেট থেকে লেভেল সিলেক্ট করুন এবার সেভ করে নিন। আপনার ওয়েব পেজের যে পাশে লেভেল শো করাতে চান ওই পাশে গেডজেটটি বসিয়ে সেভ করে নিন। ব্যাস কাজ শেষ।
বুঝতে পেরেছেন আশা করি।
আমার ওয়েবপেজ
http://carifahmad.blogspot.com/2012/08/how-to-set-labels-on-blogger-blog.html
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বুঝতে একটু কষ্ট হলো, স্ক্রিণশট দিলে ভাল হতো। আশা করি নিয়মিত টিউন করবেন।