খুব সহজেই আপনার Blog এ Comment Box যুক্ত করুন

টেকটিউনের সবাই কেমন আছেন, নিম্চই ভাল। আমার এই টিউনটি আপনাদের নিকট উপস্থাপন করতে পেরে আমি খুবই আনন্দিত।  আজ আমি আপনাদের যে টিউননটি করবো সেটা হয়তো অনেকে জানেন। যারা জানেন না তারা আমার টিউনটি অনুসরন করতে পারে। চলুন কাজের কথায় আসি।

আপনারা যারা blog করেন তারা অনেকেই নিজের সাইটে লিখা পোষ্ট করে থাকেন। একবার ভাবুন তো, যদি ভিজিটররা আপনার লিখা পড়ার পর যদি কমেন্ট পোষ্ট করে (আপনি যদি কমেন্ট করার সুবিধা রাখেন), তাহলে ব্যপারটা কেমন হয়। যখন আপনার blog এ কোন ভিজিটর ভিজিট করবে, তারা যদি আপনার পোষ্টকৃত লিখাতে comment পোষ্ট করে তবে তা সরাসরি আপনার mail inbox এ চলে যাবে। যেটা কিনা আমরা টেকটিউস এর সাইটে সবাই করে থাকি। এই কাজটি টিকটিউস এর যারা সদস্য তারা কমবেশি সবাই। কিন্তু, যারা জানেন না তারা হয়তো ভাবছেন কিভাবে করবেন, নিচের ধাপগুলো অনুসরন করুন --

১. প্রথমে আপনি আপনার Blogger ID দিয়ে http://www.blogger.com Login করুন।

২. যেই Blogটিতে comment ফর্ম দিতে ইচ্ছুক তার Layout  Option এ  Click করে Settings Tab Click করুন -

1

৩. Comments Tab  এ Click করুন -

2

৪. মাউস নিচের দিকে Scroll করে Comment Notification Email লিখাটি বের করুন। ডান পাশের যে খালি box টি আচে সেটিতে আপনার ই-মেইল ঠিকানটি লিখে দিন। চিত্রে আমার ই-মেইল ঠিকানাটি লিখা আছে।

3

৫. Click  4 করুন্

৬. ব্যাস্ আপনার কাজ শেষ।

সুতরাং, এখন আপনি আপনার ভিজিটরদের কমেন্ট এর অপেক্ষায় থাকুন। আমি মনে করি কাজটি করার জন্য আমার এই টিউনটিই যথেষ্ট। তবে কেউ যদি টিউনটি অনুসরন করে কাজটি করতে ব্যর্থ হন। তবে, আমাকে ম্যাসেন্জারে এ্যাড করবেন। আমার মেইল- [email protected] , আমি সরাসরি যে কাউকে সহযোগীতা করতে প্রস্তুত আছি।

টিউনটি আমার সাইট এ প্রথম প্রকাশ।

Level 2

আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলে শাওন ভাই কাজের একটা টিউন ।কথা হল টিউনটা কাজে লাগাতে হলে একটা ওয়েব সাইট থাকতে হবে আমি যে ওয়েব সাইট বানাতে গিয়ে ওনেক সমস্যায় আছি শাওন ভাই যদি সাহায্য করেন তাহলে মেইল করব ।জানাবেন

shaon vai thnx apnake jotyil akta trick dear jonno…….

Level 0

শাওন ভাইজান আপনাকে ধন্যবাদ।
emdadblog.blogspot.com
Tech-For Everyone.