HTML : “Marquee Tag” !! টেক্সট্‌ এর ঘুরাঘুরি!! মজা পাবেন MUST!!

আচ্ছা আমরা কি শিখব ? সেটা একবার প্রিভিউ দেখে আসি । 

আসলে প্রথমেই প্রিভিউটা দিলাম , এতে শেখার মজা বেড়ে যাবে হাজার(n=1000) গুন  ।আমার আজকের টিউটোরিয়াল টি "marquee tag" বিষয়ক । আমার বিশ্বাস , ব্যাপক মজা পাবেন :D। আপনারা অনেক সময় দেখেন বিভিন্ন পত্রিকার ওয়েবসাইট এর সংবাদ শিরোনাম ডান থেকে বামে ঘুরছে, হ্যাঁ সেটিই আজকে আমি দেখাব , কত সহজে কাজটি করা যায়। যারা ওয়েব ডেভলপমেন্ট পেশায় আছেন তারা বিষয় টি ভালই জানেন। তবে আজকে বিষয় টি নিয়ে বিস্তারিত লিখব।

প্রথমে আপনার নোটপ্যাডটি ওপেন করুন। শুরুতে  পেজটিতে <html> ও শেষে </html> কোড লিখুন। এবার আপনার তৈরি পেজ টিকে marquee.html এই নামে সেভ করুন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে extension এ .txt এর বদলে .html থাকে।

এবার মূল আলোচনায় আসি।

যদি আপনি কো টেক্সট কে ডান থেকে বামে ঘুরাতে চান, তাহলে,

<marquee behavior="slide" direction="left">Your slide-in text goes here</marquee>

এই কোডের direction এর মান চেঞ্জ করে আপনি বাম থেকে ডানেও টেক্সট ঘুরাতে পারবেন। শুধু left এর যায়গায় right দিতে হবে। নিজে চেষ্টা করুন!

যদি আপনি এর স্পিড বাড়াতে চান ,
<marquee behavior="scroll" direction="left" scrollamount="30">Your continuous scrollable text goes here</marquee>

scrollamount এর মান যত বেশি হবে টেক্সট তত জোড়ে ঘুরবে। এইখানে এটি 30.

আপনি যদি চান এই Text টি ওয়েবপেজের মধ্যে মধ্যেই বাউন্স করবে , তাহলে
<marquee behavior="alternate">Your bouncing text goes here</marquee>

behavior এর মান alternate দেয়ার কারনেই এটি বাউন্স করে।

নিজের ইচ্ছামত আপনারা এই টেক্সট কে উপর থেকে নিচে অথবা নিচ থে উপরেও মুভ করাতে পারবেন।
<marquee  behavior="scroll" direction="up">Your upward scrolling text goes here</marquee>

উপরের কোডের মাধ্যমে যেকোন টেক্সট নিচ থেকে উপরে যাবে।

যদি জাম্পিং টেক্সট দেখতে চান , তাহলে,
<marquee behavior="scroll" direction="left" scrollamount="80" scrolldelay="500">Your continuous scroll text goes here</marquee>

কোন ছবি যদি move করাতে চান , তাহলে কাজ একই just ছবিটার সোর্স বলে দিতে হবে। যেমন ধরুন pics তার নাম যদি হয় nature এবং এর format যদি হয় .gif তাহলে,
<marquee behavior="scroll" direction="left"><img src="nature.gif" alt="nature" /></marquee>
আর হ্যাঁ আপনি এর width আর height ও ফিক্সড করে দিতে পারবেন।

পরিশেষে আপনাদের "marquee tag" এর  কিছু Attributes নিয়ে সংখিপ্ত আলোচনা।

widthSets the width of the marqueescrollamountHow far to jump as it moves
heightSets the height of the marqueeloopHow many times it should loop
directionSets the direction of the marqueebgcolorSets the background color of the marquee
behaviorWhether to slide, bounce, or scrollhspaceSets the amount of horizontal space around the marquee
scrolldelayHow long the marquee should wait before each jumpvspaceSets the amount of vertical space around the marquee

A total code : At last!!

একই সাথে তিনটি ভিন্ন মানের স্পিডে চলাচল কারি টেক্সট করতে হলে,

<html>

<marquee behavior="scroll" direction="right" scrollamount="1">Tortoise</marquee>
<marquee behavior="scroll" direction="right" scrollamount="10">Hare</marquee>
<marquee behavior="scroll" direction="right" scrollamount="20">Cheetah</marquee>

</html>

প্রথমে ত না শিখেই, প্রিভিউ দেখেছিলেন  😛

এইবার এতক্ষণ যা শিখলাম তা আবার দেখে আসি !!

কেমন লাগল আজকের টিউটোরিয়াল? আজকের টিউটোরিয়াল এর আগে অন্য একটি ব্লগে লিখেছিলাম। যেহেতু ব্যাপারটি খুব মজার ও গুরত্নপূর্ণ এবং কেউ যাতে মিস না করে, তাই এখানেও লিখলাম ইনশাআল্লাহ সামনে আরও ভালো টিউটোরিয়াল নিয়ে আসব। সে পর্যন্ত Good bye!!

Level 0

আমি Systematic chaous। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ভালো হয়েছে, ভাইয়া। নতুন কিছুর জন্য অপেক্ষা করছি।

    @jafor_ikbal: ওকে ভাইয়া, আরও ভাল কিছু টিউটোরিয়াল লিখব ইনশাআল্লাহ।

Thanks for the Tune.
Kono chain image ke (anek gulo chhoto chhoto logo ) marquee korte gele ki vabe korte hobe ?

    @বিপাশা: একই ভাবে, Just আপনাকে image এর সোর্স টা বলে দিতে হবে।

    আপনি ইচ্ছা করলে width আর height ও Fixed করে দিতে পারেন।

Level 0

পুরাই copy করা পোষ্ট!!!… ৩ তারিখে টিউনারপেজ এ; http://www.tunerpage.com/archives/124425
ভাই, copy – paste ট্রেডিশন বন্ধ করুন!!!… সৃজনশীল কিছু লিখুন…

    @codehunter: হতাশ হওয়ার কিছু নাই!! ওইটাও আমি লিখছি!!
    আপনি আজকের পোষ্টের নিচের এই লেখাটা পড়েন নাই !!

    “আজকের টিউটোরিয়াল এর আগে অন্য একটি ব্লগে লিখেছিলাম। যেহেতু ব্যাপারটি খুব মজার ও গুরত্নপূর্ণ এবং কেউ যাতে মিস না করে, তাই এখানেও লিখলাম ইনশাআল্লাহ সামনে আরও ভালো টিউটোরিয়াল নিয়ে আসব। সে পর্যন্ত Good bye!!”

Level 0

দরকারি পোষ্ট ধন্যবাদ। এরকম আরও পোষ্ট চাই।

    @Joy: আপনাকেও ধন্যবাদ !! অবশ্যই লিখব !!

Level 0

For better understanding the marquee HTML Tags is following:
Hi This is Bangladesh
# You can use any direction from four. [up/down/left/right]
# scrollamount=”2″ this numerical value consider as pixel
# scrolldelay=”85″ this numerical value declared in mili-second
# As behaviour use any from three. [alternate/scroll/slide]

Level 0

ভাই এটাত HTML না CSS । একটু দেখেন তো। টিউনের জন্য ধন্যবাদ।

    @marahim:এইখানে সব কিছুই HTML এর নিজস্ব উপাদান। তবে হ্যাঁ আপনি ইচ্ছা করলে HTML এর পাশাপাশি CSS ও use করতে পারবেন !! যদি inline CSS use করতে চান তাহলে ….. এই ট্যাগ এর ভিতরে use করতে হবে।

কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব…কাজের টিউন 🙂