আসসালামুআলাইকুম,
ব্লগার ব্লগ টিউটোরিয়ালে আমরা কালকে দেখেছি কিভাবে পোস্ট এবং পেজ এ্যাড করতে হয়।কিন্তু সমস্যা হচ্ছে যতগুলো পোস্টই করলাম সবগুলোই হোম পেজে শো করছে। এমন যদি হয় যে, আমরা আমাদের হোমপেজে শুধুমাত্র ২টি পোস্ট শো করতে চাই ।এছাড়া আমরা হোম, এবাউট, কন্টাক্ট সহ কয়েকটি পেজ এ্যড করার পরও তা দেখা যাচ্ছে না, এক্ষেত্রে কি করব? আজকে আমরা এদুটি বিষয় নিয়ে আলোচনা করব।
হোম পেজে পোস্ট কতটি শো হবে তা নির্ধারণ করতে ডেসবোর্ড থেকে আমরা সেটিং এক্লিক করব
এবং সেটিং থেকে পোস্ট এন্ড কমেন্ট সিলেক্ট করে। ছবির নির্দেশিত স্থানে বসিয়ে দিব কতটি পোস্ট আমরা হোমপেজে দেখাব। সবশেষে সেভ সেটিংস আইকনে ক্লিক করে সেভ করে নেব।
পেজ না দেখা গেলে আমরা পেজ তৈরি করার যে স্থান আছে (অথাৎ যেখানে পেজ তৈরি করার জন্য আসি) ওখান হতে ছবির মত টপ ট্যাবে ক্লিক করব এবং এস এস্টিইল বাই ইওর কারেন্ট টেমপ্লেট সিলেক্ট করে তারপর সেভ করে নেব।
এছাড়া লেআউট থেকেও আমরা পেজের স্থান ঠিক করে দিতে পারি। এ বিষয়ে পরবর্তীতে টিউটোরিয়াল রয়েছে।
এবার আমাদের হোমপেজে ছবির মত পেজগুলো দেখা যাচ্ছে।
আশাকরি আপনারা এ দুটি বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
দেখে নিতে পারেন ভিডিও টিউটোরিয়াল-- http://carifahmad.blogspot.com/2012/08/how-to-add-pages-on-blogger-blog.html
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
via…lekagula picture by picture den..newbie-der subida hobe…r apnar proyash -k welcome korci