প্রায় ব্লগারেরই ব্যাক্তিগত ব্লগ সাইট থেকে থাকে। কেউ হয়তো টাকা খরচ করে ব্লগ সাইট তৈরী করে আবার অনেকেই বিনামূল্যে সাইট করে বিভিন্ন ব্লগে পেষ্ট করা নিজের পোষ্ট গুলোর আর্কাইভ করে রাখেন। তবে আপনার কি কোন ব্যাক্তিগত ব্লগ সাইট আছে?
না থাকলে এক্ষুণি ফ্রীতে একটি ব্লগ সাইট তৈরী করে নিন।
কীভাবে করবেন?
হুম। কীভাবে সাইট তৈরী করবেন তার বর্ণনা দিচ্ছি।
*আপনি আপনার ফ্রী ব্লগ সাইটটি তৈরী করবেন গুগল এর অন্যতম একটি প্রতিষ্ঠান ব্লগস্পট/ব্লগার.কম এর অধীনে। কারণ, এখানে আপনি ফ্রী হোস্টিং,উন্নত পোষ্টিং,এসইও,কাস্টম ডিজাইন,লাইফ টাইম সাপোর্ট সহ টাকা উপার্জনের উন্নত সুবিধা পাবেন।
*ফ্রী ব্লগ সাইট তৈরী করতে হলে গুগলে আপনার একাউন্ট থাকতে হবে।
*আপনার ফ্রী সাইটটি তৈরী করতে http://www.blogger.com এ প্রবেশ করুন।
সেখানে আপনি নিচে দেয়া দুটি চিত্রের মধ্যে যে কোন একটির মতো একটি পেইজ দেখতে পাবেন।
*আপনার গুগল ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইনইন করে নিন।
*গুগলে যদি একাউন্ট না থেকে থাকে তাহলে "সাইন আপ করুন" কিংবা "Sign Up" এ ক্লিক করে একটি একাউন্ট তৈরী করে নিন।
*একাউন্ট তৈরীর ক্ষেত্রে গুগল আপনাকে যে সব নির্দেশ প্রদান করবে সেইসব নির্দেশ গুলো যথাযথ অনুসরণ করুন।
(গুগল প্লাস এর জন্য একাউন্ট সাজাতে বললে সাজিয়ে নিন।)
*আপনার সাইন আপ করা হয়ে গেলে কিংবা সাইনইন করা হলে আপনি নিচের দেয়া দুটি চিত্রের মধ্য থেকে যে কোন একটির মতো একটি পেইজ দেখতে পাবেন।
*অতঃপর আপনি আপনার একটি ড্যাশবোর্ড পাবেন।
*ড্যাশ বোর্ড পেইজের উপরের বাম দিকে "নতুন ব্লগ" কিংবা "New Blog" এ ক্লিক করুন।
*তারপর যে পেইজটি আসবে সেখানে আপনার ব্লগের "টাইটেল" অতঃপর যাচাইপ্রাপ্ত "এড্রেস" অতঃপর যে কোন একটি টেমপ্ল্যাট মার্ক করে "ক্রিয়েট ব্লগ" এ ক্লিক করুন।
*ব্যাস্! হয়ে গেলো। আপনি পেয়ে যাবেন আপনার ব্যাক্তিগত একটি ব্লগ ওয়েব সাইট।
*তখন আপনি সেখানে আনলিমিটেড পোষ্ট করতে পারবেন ।
*মাল্টি ইউজার পোষ্টিং এর ক্ষেত্রে আপনি আপনার কোন ফ্রেন্ডকে অথোর নিয়োগ করতে পারবেন।
*এখান থেকে তৈরী করা কয়েকটি সাইট দেখুন এখানে কিংবা এখানে কিংবা এখানে ।
*ভালো কন্টেন্ট পোষ্ট করে আপনি আপনার ব্লগ থেকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রতি মাসে শুরু থেকে বিশ-ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব।
*সেখানে কপি পেষ্ট করা থেকে বিরত থাকবেন।
*পলিসি পড়ে নিতে ভুলবেন না।
আমি ইবনে হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune, ami blogspot use kori, kintu akta problem-a aci..new page add korar por ami amar post je kono akta selected page a rakhte chai….ki korbo?? plz help me