সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমার প্রথম টিউন দিয়া শুরু করলাম যাত্রা। আপনারা দোয়া করিয়েন আমাকে। ভুল হলে মাফ করবেন।
আমি মনে করলাম আপনি একজন মেধাবী এবং সূক্ষ্ম চিন্তা-ভাবনার মানুষ। কিন্তু তাই বলে যে আপনার মাথা সব সময় ঠিক থাকবে তা কিন্তু নয়। আমি নিজেকে দিয়া পরীক্ষা করেছি। আমাকে আবার মেধাবী ভাববেন না। মনে করুন আপনি আমার মতই একজন ওয়েব ডিজাইনার হতে চান। যখন w3schools অথবা webcoachbd তে টিউটোরিয়াল দেখে দেখে চর্চা করতেছেন তখন নেট স্পীড এত স্লো যে আপনার ঘুম পাচ্ছে। আর একতা বিষয় আছে যেটা হল নেট এ বসে চর্চা টা আসলে কার কেমন হয় জানি না কিন্তু আমার ঠিক ভাল হয় না এই ছেলে বয়সে। নেট এ বসলে google , youtube এগুলাতে না গুতালে থাকতে পারি না। তাই অনেক দিন পর এমন একতা জিনিশ শেয়ার করব যাতে আপনি নেট স্পীড পাবেন অসাধারন বেশি এমনকি নেটওয়ার্ক ছাড়াও এই পদ্ধতি কাজ করবে। আর টা হল অফলাইন w3schools ও অফলাইন webcoachbd । w3schools এর ডাউনলোড লিঙ্ক techtunes এ অনেক দিন আগে দেয়া হয়েছিল। কিন্তু আমি ২ দিন আগে webcoachbd এর সাইট টা ডাউনলোড করলাম। তাই ২ টাই আবার শেয়ার দিলাম।
আর একটা কথা।- আমরা যেহেতু বাঙ্গালি তাই বাংলা ভাষাতে আমরা যত তাড়াতাড়ি বুঝব অন্য কোন ভাষাতে এত তাড়াতাড়ি বুঝব না। আর একতা কথা না বললেই নয়। আমরা যতই english এ অভিজ্ঞ হই না কেন যতই english জানি , আমআদের মন কিন্তু সেটাকে বাংলাতে অনুবাদ করে বুঝে নেয়।
আমি jemeeroy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারন !
w3schools টা আগে থেকেই ছিল
webcoachbd টা নুতুন পেলাম ।