webcoachbd ও w3school এর অফলাইন ব্রাউজার

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমার প্রথম টিউন দিয়া শুরু করলাম যাত্রা। আপনারা দোয়া করিয়েন আমাকে। ভুল হলে মাফ করবেন।

আমি মনে করলাম আপনি একজন মেধাবী এবং সূক্ষ্ম চিন্তা-ভাবনার মানুষ। কিন্তু তাই বলে যে আপনার মাথা সব সময় ঠিক থাকবে তা কিন্তু নয়। আমি নিজেকে দিয়া পরীক্ষা করেছি। আমাকে আবার মেধাবী ভাববেন না। মনে করুন আপনি আমার মতই একজন ওয়েব ডিজাইনার হতে চান। যখন w3schools   অথবা webcoachbd তে টিউটোরিয়াল দেখে দেখে চর্চা করতেছেন তখন নেট স্পীড এত স্লো যে আপনার ঘুম পাচ্ছে। আর একতা বিষয় আছে যেটা হল নেট এ বসে চর্চা টা আসলে কার কেমন হয় জানি না কিন্তু আমার ঠিক ভাল হয় না এই ছেলে বয়সে। নেট এ বসলে google , youtube এগুলাতে না গুতালে থাকতে পারি না। তাই অনেক দিন পর এমন একতা জিনিশ শেয়ার করব যাতে আপনি নেট স্পীড পাবেন অসাধারন বেশি এমনকি নেটওয়ার্ক ছাড়াও এই পদ্ধতি কাজ করবে। আর টা হল অফলাইন w3schools   ও অফলাইন  webcoachbd  ।  w3schools এর ডাউনলোড লিঙ্ক techtunes এ অনেক দিন আগে দেয়া হয়েছিল। কিন্তু আমি ২ দিন আগে webcoachbd  এর সাইট টা ডাউনলোড করলাম। তাই ২ টাই আবার শেয়ার দিলাম।

আর একটা কথা।- আমরা যেহেতু বাঙ্গালি তাই বাংলা ভাষাতে আমরা যত তাড়াতাড়ি বুঝব অন্য কোন ভাষাতে এত তাড়াতাড়ি বুঝব না। আর একতা কথা না বললেই নয়। আমরা যতই english এ অভিজ্ঞ হই না কেন যতই english জানি , আমআদের মন কিন্তু সেটাকে বাংলাতে অনুবাদ করে বুঝে নেয়।

তাই বাংলাএবং ইংলিশ দুটোরই অফলাইন ভারসন আমি দিলাম।
 w3schools এর অফলাইন ভার্সন নিন- ডাউনলোড
webcoachbd এর অফলাইন ভার্সন নিন-ডাউনলোড
ফেসবুক এ আমি https://www.facebook.com/mathafutajemee

Level 0

আমি jemeeroy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন !
w3schools টা আগে থেকেই ছিল
webcoachbd টা নুতুন পেলাম ।

ধন্যবাদ। w3schools এর অফলাইনে try it yourself ফিচারটা কি ব্যবহার করা যায়? আপনি করে থাকলে জানাবেন। কারণ আমি আগেই ডাউনলোড করেছিলাম কিন্তু ঐটা ব্যবহার করা যায় না।
webcoachbd টা দরকার ছিল। ধন্যবাদ।

vai ami onno jekono website er offline version download korte chai…..eta kemna somvob….jodi jana thake plz process ta bolen…….

অতুলনীয় !

use PageNest free version to copy website.

ধন্যবাদ ভাই। w3schools এর অফলাইনে try it yourself ফিচারটা কি ব্যবহার করা যায়? আপনি করে থাকলে জানাবেন।

অনেক অনেক ধন্যবাদ

Bhai,
problem with open it.installing completed but with which software run it? adove….

Oh!!
Rar file so winrar

Level 0

ভাই, দয়াকরে techtunes টি offline এ পড়ার সুযোগ করে দিলে বেশ উপকার হত।

Level 0

হা মাসুম ভাই। try it yourself ফিচার টা আপনি ব্যাবহার করতে পারবেন ।

Level 0

সব বড় ভাইয়ের জন্য বলতেছি যে, আপনি অনলাইন এ w3school যেমন ব্রাউস করেন এখানে তেমনি করতে পারবেন। try it yourself তো আছেয়। আর Rony.max ভাই আমাকে মাফ করেন। আমি যদি techtunes কে অফলাইন বানাতে চাই তাহলে আমার যে কতদিন লাগব ডাউনলোড করতে আমি নিজেই জানি না। 😛

Level 0

আমি techtunes কে অফলাইন বানাতে চেয়েছিলাম…তিন দিনও ডাউনলোড শেষ হয় না…

Level 0

Download শুরু করছি, দেখি কেমন । মনে হয় ভালই হবে। ধন্যবাদ এই টিউনটির জন্য।

Webcoahbd Full Website Offline New Update 2018
https://youtu.be/6tZ0SoO–bk