জেকয়েরি দিয়ে ছবির এ্যানিমেশন/স্লাইডশো – ওয়েব ডিজাইনার মাষ্ট

আমি একজন ওয়েব ডিজাইনার হিসাবে কাজ করতে গিয়ে ইমেজ স্লাইডশো এর গুরুত্ব প্রায়শই অনুভব করেছি। আমার কাছে বিষয়টা যৌক্তিত ও মনে হয় কেননা একটি ওয়েব সাইটে অনেক গুলো প্যারাগ্রাফ লিখেও আপনি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যা বোঝাতে পারবেন অথচ মাত্র ৫/১০ টি ছবি এ্যানিমেশন করে আপনার প্রতিষ্ঠানের অনেক কিছু ব্রাউজারদের বোঝাতে পারবেন। কেননা ছবিও অনেক কথা বলে। তাই আমি ওয়েব ডিজাইনার ভাইবোন দের বলবো নিচের দুটি স্ক্রিপ্ট পরখ করে দেখুন, ব্যবাহার করতে পারেন, আশা করি ভালো লাগবে।

যাহোক এখন সময়টা জেকয়েরির আর এই শক্তিশালি স্কিপ্টের মাধ্যমে অতি আকর্ষনীয় ছবির এ্যানিমেশন করা যায়। এই পোষ্টে আমার প্রিয় দুইটি জেকয়েরির ছবির এ্যানিমেশন স্মপর্কে জানাবো। আমার করা অনেক কাজে বেশ স্বাচ্ছন্দের সাথে এগুলি ব্যবহার করতে পেরেছি।

এই দুটিস্ক্রিপ্ট ফ্রি এবং এর ব্যাপক কাসটোমইজেশন করা যায়।

নিভোস্লাইডার

বর্তমানেবহুল ব্যাবহৃত স্ক্রিপ্ট এটি।
ডাউনলোড করার আগে দেখে নিতে পারেন এখানে

আর ডাউনলোড করুন এখানে

আর অন্য একটি হলো: স্লাইড জেএস

ডাউনলোড করার আগে দেখে নিতে পারেন এখানে

আর ডাউনলোড করুন এখানে

Level 0

আমি সামির কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Freelancer web designer !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo hoice

Level 0

কঠিন বিষয়। ধন্যবাদ।