ওয়েব সাইট এর লেআউট তৈরী, ফটো এডিটিং ইত্যাদির জন্যফটোশপ অত্যান্ত জনপ্রিয় একটি সফটওয়্যার তা সবারই জানা। আমার এই পোষ্টে আমি আমার বেশ প্রিয় একটি ফটোশপ টিপস নিয়ে কথা বলবো, তা হলো এ্যাকশন!
ফটোশপে এ্যাকশন / Action কি? এ্যাকশন হলো ফটোশপের এমন একটি ফিচার যার মাধ্যমে ফটোশপে যা করছি তা রেকর্ড করে রাখা যায় এবং উক্ত রেকর্ড কৃত কাজটি বা কমান্ড পুনরায় রান করানো যায় এবং তা সম্পুর্ন নুতন ছবি বা ফাইল এর উপর, তাতে প্রচুর সময় বাচে। মানে পুনরায় ঐ একই কাজ দুই বার করতে হয়না।
আরো সহজ ভাবে বলি মনে করুন একটি ছবির উপর আপনি একটি লেখা অনেক সময় নিয়ে নানা ধরনের ইফেক্ট দিয়ে তৈরী করলেন এখন আপনি চাচ্ছেন ঐ একই ইফেক্ট আরো অনান্য ধরে নিন ৬০ ছবির উপর দিতে, তাহলে কি করবেন ৬০ টি ছবির উপর আবার সময় নিয়ে ঐ একই কাজ করবেন? ওহ তাহলে অনেক অনেক সময় লাগবে। সুতরাং প্রথম বার কাজটি করার সময় আপনি যদি কাজটিকে রেকর্ড করে রাখতেন তাহলে পরে তা অন্য ছবির উপর মাত্র একটি ক্লিক করেই ঐ একই ইফেক্ট ফেলতে পারতেন।
বুঝলাম এ্যাকশন কি, এবার আসুন শিখি ।
মনে করি আপনি আপনার তোলা অনেকগুলো ছবিতে প্রতিটির নিচে আপনার নাম লিখতে চাচ্ছেন।
০১। ফটোশপ চালু করি।
০২। একটি ছবি ওপেন করি ফটোশপে।
০৩। ফটোশপের window menu থেকে Action click করুন।
০৪। এবার নিচের ছবির মতো উইন্ডো পাবেন, সেখানে new action clickকরুন।
০৫। এবার নিচের ছবির মতো উইন্ডো পাবেন, এখানে এ্যাকশনের একটি নাম দিন, জরুরি না এটা, জাষ্ট পরে চেনার জন্য। কিন্তু অবশ্যই Fuction Key সিলেক্ট করুন। আমি সিলেক্ট করেছি F12, ফাংশন কি হলো পরে যে বাটন চাপ দিয়ে আপনি একই কাজ টি করবেন। এবং শেষে record চাপ দিন।
০৬। এবার আপনার ছবির কোথাও আপনার নাম বা অন্য কিছু লিখুন। এবং অনান্য আরো কিছু করুন যা আপনি করতে চান ছবিটিতে। মনে রাখবেন আপনি যা যা করবেন তা সবই রেকর্ড হবে। সুতরাং অপ্রোয়জনীয় কোন কিছু না করাই ভালো এতে Action অযথা ভারী হবে।
০৭। এবার ছবিটি Save As করে .JPG হিসাবে save করুন আর ছবিটি বন্ধ করে দিন।
০৮। এবার এ্যাকশনটি Stop করুন।
ব্যাস আপনার Action শেষ এবার আপনি সমস্ত কিছু মাত্র একটি বাটন আমার ক্ষেত্রে F12 চাপ দিয়ে ঐ একই কাজ আমি অন্য ছবির উপর Apply করতে পারবো।
নিজে চেষ্টা করে দেখুন । আর কোন সাহায্য প্রয়োজন হলে জানালে খুশি হবো।
আমি সামির কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Freelancer web designer !
ভাল টিউন। কিন্তু Action Apply কাজটা দেখালে ভাল হতো।