আপনার সাইটকে আরো বেশি আকর্ষণীয় করুন ফ্রী চ্যাট উইগেটস ব্যবহার করে

আপনার সাইটকে যদি আপনি সবার কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে চান তাহলে চ্যাট উইগেটের কোন বিকল্প নেই। লাইভ চ্যাটের মাধ্যমে সাইট পরিচিতি পায় এবং যোগাযোগ বিল্ড আপ হয়।

লাইভ চ্যাটের মাধ্যমে আপনি ভিজিটরদের ফিড ব্যাক জানতে পারবেন এবং তাদের কোন আইডিয়া থাকলে তাও অবগত হতে পারবেন।

এই পোস্টে ফ্রী ৫টি চ্যাট উইগেটস সম্পর্কে জানতে পারবেন। পরের পোস্টে আরও ৫টা শেয়ার করার চেষ্টা করবো।

1. Chatango

Chatango

Chatango হলো এমন একটা কাস্টোমাইজেবল চ্যাট এড-অন যেটা সবাই তার নিজের সাইটে খুব সহজেই ইন্সটল করতে পারে। Chatango এর সব চেয়ে বড় সুবিধা হলো ইউজাররা যে যার নিজের মত এভাটার সেট করতে পারে।

2. Meboo.me

Meboo.me

Meboo.me হলো জনপ্রিয় ওয়েব IM সার্ভিস Meebo.com এর একটি চ্যাট উইগেটস। এই চ্যাট বক্সে কোন রকম রেজিস্ট্রেশন না করেই Gtalk, Yahoo! Messenger, AIM, এবং  আইডি দিয়ে লগ ইন করে চ্যাট করা যাবে।

3. JWChat

JWChat

JWChat হলো Ajax-powered চ্যাট স্ক্রিপ্ট। JavaScript এবং HTML দিয়ে তৈরি এই চ্যাট বক্স হলো তাদের জন্য যারা চ্যাট বক্স তাড়াতাড়ি ওপেন করাতে চান। এটা সাউন্ড বা ইমো ও সাপোর্ট করে।

4. CBox

CBox

CBox চ্যাট বক্স বলা যায় ডেস্কটপ IM ক্লায়েন্টের মত ওয়েব এপস। JavaScript এবং HTML দিয়ে তৈরি এই চ্যাট বক্স খুব তাড়াতাড়ি ওপেন হয়। এটা ফ্রী তবে প্রিমিয়াম ভার্শনও আছে।

5. Mibew Web Messenger

Mibew Web Messenger

Mibew Web Messenger হলো ওপেন সোর্স চ্যাট ম্যাসেঞ্জার যেটা PHP এবং MySQL দিয়ে তৈরি। লাইভ কাস্টমার সাপোর্টের কথা চিন্তা করে বানান হলেও অন্যান্য কাজেও ব্যবহার হয়।

6. AjaxChat for WordPress

AjaxChat for WordPress

এই ফ্রী চ্যাট স্ক্রিপ্ট হলো ওয়ার্ড প্রেসের জন্য একটি প্লাগ ইন। এটা দিয়ে ওয়ার্ড প্রেসের ব্যবহারকারীরা অন্য ভিজিটরদের সাথে চ্যাট করতে পারবে ব্রাউজারকে রিফ্রেশ করা ছাড়াই!

7. AJAX Chat

AJAX Chat

নাম দেখেই অনেকে বুঝতে পেরেছেন, AJAX হলো জাভা দিয়ে তৈরি শক্তিশালী একটি চ্যাট ক্লায়েন্ট। এটাতে shoutbox নামে একটি ফিচার আছে।যেটা ভিজিটর ও এডমিনকে দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে।

8. phpFreeChat

phpFreeChat

PHP বেজড এই চ্যাট সিস্টেম নিজের মত কাস্টমাইজেবল এবং এর ফিচারগুলো শুধুমাত্র ডেস্কটপ ক্লায়েন্টের কাছ থেকেই আশা করা যায়। এটা মাল্টিপল চ্যাট রুম, প্রাইভেট ম্যাসেজ,কাস্টম থিমস সহ আরো অনেক সুবিধা সাপোর্ট করে।

9. iJab

iJab

Google Web Toolkit দিয়ে তৈরি ফ্রী চ্যাট ক্লায়েন্ট। ফেসবুক চ্যাটের মত এটাতে ভিজিটররা সাইট ভিজিট করা পাশাপাশি চ্যাটও কন্টিনিউ করতে পারবে।

10. Ajax IM

Ajax IM

এটা ওপেন সোর্স চ্যাট ক্লায়েন্ট। সুপার ফাস্ট এবং স্পেস কম খাওয়া এই ক্লায়েন্টের সাইজ মাত্র ৭৮কেবি। এটা আপনার সাইটের নিচের দিকে যোগ হবে যেমনটা আছে ফেসবুকে।

পোস্টটি লিখেছেন টিউটোহোস্টের অনলাইন মার্কেটিং বিভাগে কর্তব্যরত ও টেকটিউনসের টপ টিউনার হাসান যোবায়ের। পূর্বে প্রকাশিত টিউটোহোস্ট ব্লগ

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস