ওয়ার্ডপ্রেস সাইটে ফেইসবুক লাইক বাটন যুক্ত করবেন যেভাবে

সামাজিক যোগাযোগের সাইট হিসেবে ফেইসবুকের জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে । ওয়েবকে নেত্রৃত্ব দেয়ার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফেইসবুক। এর জনপ্রিয়তাও বাড়ছে দিনে দিনে।

আপনিও চাইলে ফেইসবুকের এই জনপ্রিয়তা কাজে লাগাতে পারেন ফেইসবুকের ছোট্ট একটি লাইক বাটন আপনার সাইট এ বসিয়ে! আপনার ওয়ার্ডপ্রেস সাইট এ ফেইসবুক বাটন বসিয়ে নিতে পারেন নিচের মত করে।
প্রথমে আপনার সাইটে লগ ইন করুন (এডমিন হিসেবে), ড্যাশবোর্ডে যান। তারপর বাম পাসের  সাইটবার থেকে প্লাগিনস এ গিয়ে add new তে ক্লিক করুন। এরপর সার্চবক্সে "facebook like button" এমন লিখে search plugins এ ক্লিক করুন। দেখবেন অনেকগুলো ফেইসবুক লাইক বাটনের তালিকা আসবে ঠিক নিচের ছবির মত।

যে কোনটি আপনি পছন্দ করতে পারবেন। বাটনগুলোর ডিটেইল আপনি details  থেকে জানতে পারবেন এবং install now এ ক্লিক করলে যে পেইজ আসবে সেখানে activate plugin  এবং  return to plugin installer  লিখা থাকবে । একটিভেট করতে ইচ্ছা না হলে return to plugin installer এ ক্লিক করে বের হয়ে এসে অন্যটি দেখতে পারবেন আর ইন্সটল করার জন্য activate plugin এ ক্লিক করতে হবে, এরপর ইন্সটল হয়ে তা প্লাগিন লিস্টে দেখাবে। এবং আপনার ওয়েব সাইটে আপনি ফেইসবুক বাটন দেখতে পাবেন।

পোস্টটি লিখেছেনঃ টিউটোহোস্টে সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন।পূর্বে প্রকাশিত টিউটোহোস্ট ব্লগ

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস