আশাকরি সবাই ভালা আছেন। আমি কিন্তু একদমই ভালো নাই। ভাই আপনাদের কি মন্তব্য করতে কষ্ট লাগে। আর আপনারা মন্তব্য করতে চান নাই বা কেন? আপনারা যদি মন্তব্য না করে তাহলে আমরা বুঝবো কিভাবে যে আমাদের টিউন গুলো ভালো হচ্ছে কিনা। আমার প্রথম টিউনটিতে ১১ টা প্রিয় আর ২১০০ টা ডাউনলোড। কিন্তু মন্তব্য মাত্র ৫টা। এখন ভাই আমি কি নতুন টিউনার বলে এই দশা নাকি আমার টিউন টা ভালো হয় নাই বুঝতে পারতেছি না।
আপনারা হয়ত ভাবতেছেন টাইটেল দিছি ওয়েব ডেভালাপার কিন্তু কথা বলতেছি মন্তব্যের। মন্তব্যের সাথে ওয়েব ডেভালাপইং এর সম্পর্কটা কি? না মন্তব্য এর সাখে ওয়েব এর কোন সম্পর্ক নাই কিন্তু কষ্ট লাগে।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু ওয়েব ডেভালাপিং এর বই নিয়ে। এইসব বইগুলোর খেকে আপনারা আশাকরি বেসিক ভালো ধারনা পাবেন। এখানে আছে php, sql database, css, JavaScript, HTML, hosting এর বেসিক ধারনা। এবং এর মাধ্যমে যদি আপনি একটু উপকৃত হন তাহলেই আমি খুশি।
আর বলে রাখা ভালো আমি এইগুলো ওয়েবে সার্চ করে পাইছি। এগুলো আমার লেখা না বা আমি বানাইনি। এগুলোর সম্পূর্ন উৎস ইন্টারনেট। আর আপনারা যদি আগে পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন। আর আপনাদের মন্তব্যের উপর নির্ভর করে আমি নিজে এই টিউনটা রিমুভ করে দিতে রাজি আছি।
তাহলে ডাউনলোড করূন আর হয়ে যান ডেভালাপার।
ডাউনলোড করুন এখান থেকে।
আমি শূণ্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx via…