নতুন Blog তৈরী করতে চান, লক্ষ্য করুন How to start a blog (A to Z). পর্ব-০৩

Tutorial in Creating Blog in Blog spot

সবাইকে স্বাগতম, টাইটেল দেখেই বুজতে পারছেন আমি কি বলতে চাচ্ছী ? হে আমি আপনাদের সামনে নতুন করে আবারও কিভাবে ব্লগ তৈরী করা যায় তা নিয়ে আলোচনা করব। আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনি ব্লগ তৈরী করতে পারবেন। সম্পূর্ণ ব্লগ তৈরীর A to Z টিউটোরিয়াল- আজকে আমরা আলচনা করব, কি ভাবে আপনার ব্লগ এর কমেন্ট আপনার ই-মেইল এ পাঠাবেন - Blog Comment send to @mail।

যারা আগের পর্ব দেখেন নাই, তারা দেখুন-

নতুন Blog তৈরী করতে চান, লক্ষ্য করুন How to start a blog (A to Z). পর্ব-০১

নতুন Blog তৈরী করতে চান, লক্ষ্য করুন How to start a blog (A to Z). পর্ব-০২

ব্লগ এর কমেন্ট আপনার ই-মেইল এ পাঠাবেন জেভাবে। Blog Comment send to @mail।

আমরা যারা প্রথমে ই-মেইল আইডি দিয়ে ব্লগ করেছি, কিন্তু এখন ই-মেইল Address পাল্টাতে চাই, তারা লক্ষ্য করুন।

তা হলে শুরু করা যাক, ব্লগ এর কমেন্ট আপনার ই-মেইল এ পাঠাবেন যেভাবে-

  • প্রথম এ আপনার ব্লগ এর ID দিয়ে Login করু্রুনার (www.blogger.com/)
  • এরপর Settings এ ক্লিক করুন .
  • Settings থেকে Comments এ ক্লিক করুন।

  • Click Comments.

 

  • নিচের দিকে দেখুন Comment Notification Address, এখানে আপনার কাঙ্ক্ষিত email address টি box এ দিয়ে দিন. যেমন : [email protected]

 

  • সব ঠিক ঠাক থাকলে SAVE বাটনে ক্লিক করুন।

  • আপনার কাজ শেষ।

এখন থেকে কেউ আপনার ব্লগ এ কমেন্ট করলে সরাসরি আপনার ই-মেইল এ যাবে। আর আপনার ই-মেইল থেকেই আপনি কমেন্ট গুলি মেনেজ করতে পারবেন।

আজকে এ পর্যন্তই, বাকি ব্লগ এর কাজ শিখার জন্য কমেন্ট করুন। কমেন্ট না করলে বুজা যায়না পোস্টটি কেমন হয়েছে। কমেন্ট করলে বুজা যায় পাঠক কি ধরনের লিখা পছন্দ করে। চলবে-

আমার একটি ব্লগ আছে, ইচ্ছে হলে গুরে আসতে পারেন। 

আজকে এ পর্যন্তই, বাকি ব্লগ এর কাজ শিখার জন্য কমেন্ট করুন। কমেন্ট না করলে বুজা যায়না পোস্টটি কেমন হয়েছে। কমেন্ট করলে বুজা যায় পাঠক কি ধরনের লেখা পছন্দ করে। চলবে-পরবর্তী টিপস এর জন্য techtunes.io এর সাথেই থাকুন।

আমি mahadi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

all kinds of computer & software ----- virus


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ase aonar sata……..

সালাম নিবেন। আশা করি অনেক ভাল আছেন। অনেক দিন যাবত আমি Techtunes.com.bd -তে প্রবেশ করতে পারছি না বলে সাহায্য চাইতে বা
সহযোগিতা করতে পারছি না। আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি অনেক উপকৃত হবো।
লজ্জার মাথা খেয়ে বলেই ফেললাম। আমাকে একটু সহযোগিতা করবেন কি? যদি হ‌্যা হয় নিম্নে সমস্যাটি উল্লেখ করলাম:
১। সসম্যা : ব্লগে কিভাবে ছবি স্লাইড শো গেজেট যোগ করতে পেরেছি কিন্তু ছবি এড করতে পারছি না।
২। সমস্যা : আমার ব্লগে কে কে ভিজিট করছে সেই গেজেটটি এড করতে পারছি না বা সেই গেজেটটির নাম কি?
৩। বিভাগ এর গেজেট কিভাবে এড করতে হয বা কোথায় পাবো।
পারলে কেউ যদি একটু আগ্রহী হয়ে সরাসরি ফোনের মাধ‌্যমে কথা বলতে চান দয়া করে মোবাইল বা ফোন নম্বরটি দিবেন আমি আজই ফোন করব।