নিয়ে নিন বেশ কিছু সোশ্যাল বুকমার্ক সাইটের লিস্ট -(পর্ব -২)

আসলামালাইকুম !
সবাই কেমন আছেন ?

আশা করি সবাই ভালো আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

সোশ্যাল বুকমার্ক কী ?

 

 

এক কথায় সোশ্যাল বুকমার্ক বলতে আপনা লিঙ্ক অনলাইনের অন্য কোন সাইটে সাবমিট করাকে বুঝায়। বিস্তারিত করে বলতে গেলে বলতে হয় , আপনি যে সাইটে আপনার সাইটের লিঙ্ক যে কোন সময়ে আনলিমিটেড সাবমিট করতে পারবেন এবং সাথে আপনি আপনার সাইটের বিবরণ , প্রয়োজনীয় ট্যাগ ইত্যাদি সহ সাবমিট করতে পারবেন।

সোশ্যাল বুকমার্ক কেন করবেন ?

 

আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি কেন সোশ্যাল বুকমার্ক করবেন।

সোশ্যাল বুকমার্ক করার অনেক উপকারিতা আছে ।

আপনি নিয়মিত আপনার সাইটের লিঙ্ক সাবমিট করার মাধ্যমে প্রচুর পরিমান ভিজিটর পেতে পারেন। এছাড়া বুকমার্ক আপনার সাইটের ব্যাকলিঙ্ক এবং পেইজ র‍্যাঙ্ক বাড়াতে অনেক সাহায্য করে।

এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনি যদি ঠিক মত অনপেইজ এসইও করেন এবং নিয়মিত সাইটের বুকমার্ক করেন তাহলে আপনি খুব সহজেই আপনার সাইটের র‍্যাঙ্ক বাড়াতে পারেন।

আশা করি ব্যপারটা বুঝতে পেরেছেন ।

কিভাবে করবেন সোশ্যাল বুকমার্ক ?

 

প্রায় সব সাইটেই বুকমার্ক করার নিয়ম প্রায় সেইম।

আপনি প্রথমে আপনার কাঙ্ক্ষিত সাইটে যাবেন এবং আর পর সাইন আপ করে লগ ইন করবেন।

আর পর সাবমিট লিঙ্ক , সাবমিট এ স্টোরি এই টাইপের কিছু অপশন পাবেন এই অপশনে ক্লিক করার পর আপনি আরো কিছু অপশন পাবেন যেমন : আপনার সাইটের বিবরণ, টাইটেল , ট্যাগ ইত্যাদি।

যারা আমার কথা বুঝতে পারছেন না তারা এই ভিডিওটি দেখতে পারেন

বুকমার্ক সাইট লিস্ট :

 

Site URL                                 PR

fark.com4
blurpalicious.com4
faves.com4
bharatwaves.com4
smallbusinessbrief.com4
rambhai.com4
oyax.com4
quadriot.com4
fwisp.com4
fazed.org4
cadillactight.net4
mototagz.com4
humsurfer.com3
socialogs.com3
dealigg.com3
ezyspot.com3
atheistnewsandviews.com3
oomega.com3
bestofindya.com/news2
business-planet.netm2
healthigg.com2
subbmitt.com2
bharatboom.com2
bookmarkmany.info2
kojaxx.com1
drigg-code.com1
esocialbookmarks.com1
flashahead.info1
arrisweb.com1
1stopbookmarks.info1
metrotagz.com1
indiasurfer.com1
headusnext.com1
multiplylinks.com1
iwaylinks.com1
coolsharer.com1
celebhungama.com1
steepbookmarks.com1
againlinks.com1
explorelinks.com1
5starbookmarks.info1
myweb.yahoo.com0
myjeeves.ask.com0
jkbookmarks.com0
linkne.ws0
jkbookmarks.com0
prurls.info0
nzdirectory.org.nz0
tecrep-inc.org0
craftjuice.com

নতুনদের জন্য কিছু কুল টিপস :

 

নতুনদের মাঝে অনেকেই আছে যারা নতুন যখন বুকমার্ক করে তারা তাদের সাইটের মেইন লিঙ্ক দিয়ে বুকমার্ক করে কিন্তূ পরবর্তীতে যে সাইটের পারমালিঙ্ক সাবমিট করতে হয় তা জানেনা। তাই নতুনদের উদ্দেশে বলছি যে আপনারা প্রথমে সাইটের মেইন লিঙ্ক সাবমিট করবেন এবং পরবর্তীতে আপনি নতুন পোস্ট করার সাথে সাথে বুকমার্ক সাইটে সাবমিট করবেন , এতে করে আপনার পোস্ট খুব দ্রুত ইনডেক্স হবে এবং আপনি কিছু ভিজিটরও পেতে পারেন।

আর একটি কথা সব  সময় গুরুত্ত দিবেন , আফ পেইজ এসইও চেয়েও আন পেইজ এসইওতে গুরুত্ব বেশি দিবেন। আপনি যদি ঠিক মত আন পেইজ এসইও করতে পারেন তাহলে আপনি আফ পেইজ ছারাও গুগলের প্রথম পেইজে আসতে পারবেন কিন্তূ আমরা করি ঠিক আর উল্টোটা 😀

আর গুগোল তাদের রিসেন্ট আপডেডে বলেই দিয়েছে যে তারা আন পেইজ এসইও এবং কন্টেন্টকে গুরুত্ব বেশি দিবে তাই অন পেইজ এসইওতে গুরুত্ব দিন।

আর একটি কথা আপনি যদি আতিমাত্রায় আফ পেইজ এসইও করেন তাহলে গুগল আপনার সাইটকে স্পাম সাইট হিসাবে ধরবে।

সুতরাং , সাবধান হন।

এখন আমি আপনাকে ৫০টি সাইটের লিস্ট দিলাম আপনি আবার সব গুলোতে একসাথে সাবমিট করা শুরু করবেন না তাহলে গুগল এটাকে স্পাম হিসাবে ধরবে।

আপনি প্রতিদন ১০-১৫ টার বেশি বুকমার্ক করবেন না।

আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। তারপরও কোথায় কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন।

আর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

 

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai online SEO ar offline aeo ar diffrence ta aktu jana.

    এসইও দুই প্রকার ! অন পেইজ এসইও এবং অফ পেইজ এসইও ( অনলাইন আর অফলাইন না ) । অন পেইজ এসইও হল যেমন- আপনার সাইটের ইউআরএল, কি-ওয়ার্ড, ম্যাটা ট্যাগ, পোস্টিং আর অফ পেইজ হল সজা কোথায় লিঙ্ক বিল্ডিং যেমন – বুকমার্ক , ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন । ধন্যবাদ , সুন্দর মন্তব্য করার জন্য @Ieyua007:

Level 0

bai thanks for sharing. it is helpful.
buy sony vita

ধন্যবাদ @Md Kamal:

Level 0

ভাই ধন্যবাদ রেপ্লিয়া করার জন্য