ব্লগ নিয়ে ধারাবাহিক পর্বের এটা একাদশ পর্ব।
পর্ব -১ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন (মেগা টিউন)[এ পর্বটা মিস করবেন না]
পর্ব -২ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন
পর্ব -৩ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন ( মেগা টিউন)
পর্ব -৪ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন
পর্ব -৫ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন (মেগা টিউন) [এ পর্বটা মিস করবেন না]
পর্ব -৬ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন (গেমা টিউন)
পর্ব -৭ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন ( মেগা টিউন)
পর্ব -৮ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন
পর্ব -৯ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন
পর্ব -১০ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন
আমরা সবাই জানি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যা cyber war চলচে। আর হ্যাকিং হচ্ছে অনেক ওয়েব সাইট অ্যান্ড অনেক অ্যাকাউন্ট । যেকোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার জিমেইল অ্যাকাউন্ট । আর জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়া মানে আপনার ব্লগ ফিনিশ । অনেক কষ্ট করে হয়ত ব্লগ টি বানিয়েছেন । তাই আপনার ব্লগ টিকে হ্যাক হওয়ার হাত থেকে বাচাতে হবে। কিভাবে বাচাবেন????? আলোচনা করবো হ্যাকিং এর হাত থেকে কিভাবে ব্লগ কে রক্ষা করা যায় । এবং শেয়ার করবো কিছু হ্যাকিং টিপস। যা দ্বারা আপনিও হ্যাক করতে পারবেন অনেক কিছু। যদিও আমি হ্যাকিং সম্পর্কে বেশি কিছু জানি। তবে চেষ্টা করবো কিছু টিপস শেয়ার করতে। তাহলে শুরু করা যাক আল্লার নাম নিয়ে ।
[*********************প্রথম কিছু কথা বলে রাখি---ব্লজ্ঞের যেকোনো ডিজাইন এর কাজ করা আগে অবশ্যই ব্লগএর template টি ব্যাকআপ রেখে নিবেন। কিভাবে template ব্যাকআপ রাখবেন?? জানার জন্য এখানে ক্লিক করুন। আর একটা কথা অনেকে আছেন যারা ব্লজ্ঞের new interface ব্যাবহার করেন তার দয়া করে old blogger interface ভার্সন এ চলে আশুন। তাহলে সহজে আমার টিউন গুলোবুজতে পারবেন। কিভাবে আসবেন? ব্লজ্ঞের সাইন ইন করার পর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ডান পারের অপশন থেকে সিলেক্ট করেন Old Blogger Interface...নিচের ছবির মত। ***********************]
আপনার ব্লগ হারিয়ে যাবে মাগার আপনার ব্লগের পোস্ট কখনো হারাবে না। অবাক হচ্ছেন???? কিভাবে?
এখানে ক্লিক করে আপনার ব্লগার ব্লগে সাইন ইন করুন।
আপনার যদি অনেক গুলো ব্লগ থাকে তার মধ্যে থেকে যেকোনো ব্লগ এর সেটিং (Setting ) এ যান।
তারপর export blog এ ক্লিক করুন। তারপর “DOWNLOAD BLOG ” এ ক্লিক করে ফাইল টি ডাউনলোড করে রাখুন।
এটি হল আপনার ব্লগার সব পোস্ট গুলো। ফাইল টি সেভ হবে তারিখ আনুজায়ি । আপনি আপনার ব্লগে প্রতিটি পোস্ট করার পরে ডাউনলোড করে রাখতে পারেন। ওখন ত শুধু ডাউনলোড করে রাখলেন। এখন ধরুন আপনার ব্লগ টি ডিলিট হয়ে গেছে অথবা আপনার জিমেইল হ্যাক হয়ে গেছে। এখন আপনি নতুন একটি ব্লগ খুলতে পারেন। যে ব্লগ টি ডিলিট হয়েছে সেম নামে আর একটি ব্লগ খুলুন। তারপর আবার সেটিং (setting) এ যান। তারপর import blog এ ক্লিক করুন। আপনার সেভ করা ফাইল টি upload করুন।
এখন আপনার নতুন ব্লগ টি ওপেন করে দেখুন আপনার আগের ব্লগ সব পোস্ট গুলো চলে এসেছে। কি মজা না !!
ব্লগার ডিজাইন (design)মেনু তে যান তারপর Edit HTML এ যান। তারপর download full template এ ক্লিক করে template টি ডাউনলোড করে নিন।
এখন ধরুন আপনার এই ব্লগ টি ডিলিট হয়ে গেছে। এখন আপনি নতুন একটি ব্লগ খুলে ব্লগার ডিজাইন (design)মেনু তে যান তারপর Edit HTML এ যান। তারপর “”"Upload a template from a file on your hard drive“”" আপনার সেভ করা template টি সিলেক্ট করে Upload -এ ক্লিক করুন। তারপর যদি কোন Warning আসে তাহলে তাহলে Delete Widgets এ ক্লিক করুন। এখন কাজ শেষ । এখন আপনার নতুন ব্লগ টি ওপেন করুন। দেখুন আগের ব্লগটার মত হয়ে গেছে।
উপরের লেখা গুলো আরও কয়েক দিন আগে লিখছিলাম… তখন সময় পাইনাই তাই আর লেখতে পারি নাই। আর এখন আবার লেখতে বসলাম । যাই হোক আবার শুরু করা যাক।
প্রথম দেখে নিন এইটা দেখতে কেমন??? ড্যামো দেখার জন্য এখানে ক্লিক করুন।
এখন আসুন কিভাবে এইটা বানাবেন ? আপনার ব্লগ আর design>>edit html এ যান তারপর সার্চ করেন </body>
এখন এই কোড টির(</body>) উপরের লাইনে নিচে কোড টি বসিয়ে দেন( পেস্ট করেন)
<!– Notification code start –>
<style type=’text/css’>
#ut-sticky
{
background:url(‘http://3.bp.blogspot.com/-7oGSlq30cTw/Tv33CS4WGgI/AAAAAAAAA0w/HxId_tRUae8/s1600/ut-bg.png’) repeat;
color:#25ff0d;
text-align:center;
margin:0 auto;
border-top: 1px solid #ff0a0a;
border-bottom: 3px solid #FFFF33;
border-left: 8px solid #77ff1c;
border-right: 8px solid #77ff1c;
height:32px;
font-size:13px;
position:center;
position:fixed;
bottom:0;
z-index:999;
width:90%;
border-top-left-radius:50px;
border-top-right-radius:50px;
border-bottom-left-radius:50px;
border-bottom-right-radius:50px;
display:block;
font-weight:bold;
font-family:arial,"Helvetica";
font-color:#ff3bcb;
}
#ut-sticky:hover
{background:transparent;}
#ut-sticky p{line-height:5px; font-size:13px; text-align:center; width:95%; float:left;}
#ut-sticky p a{ text-decoration:underline; color:#FFFF33;}
.ut-cross{display:block; position:relative; right:15px; float:right;}
.ut-cross a{font-size:18px; font-weight:bold; font-family:"Arial"; color:#FF0000; line-height:30px;}
</style>
<div id=’ut-sticky’>
<p>My dear blog reader please shere this blog with your best friendএখানে আপনি আপনার ইচ্চা মত লেখা লেখতে পারেন।</p>
<div class=’ut-cross’><a href=’javascript:hide_cross();’>X</a></div>
</div>
<script language=’JavaScript’>
function hide_cross() {
crosstbox = document.getElementById("ut-sticky");
crosstbox.style.visibility = ‘hidden’;
}
</script>
<!– End of Notification code, info-freecall24.blogspot.com –>
উপরের “My dear blog reader please shere this blog with your best friendএখানে আপনি আপনার ইচ্চা মত লেখা লেখতে পারেন।”" পরিবর্তন করে আপনি আপনার ইচ্চা মত লেখা লেখতে পারেন।
এখন সেভ করেন।।
পরের পর্বে চেষ্টা করবো আলেক্সা এবং ফীডবারনার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ও ব্লগ এর value বাড়াবেন।ব্লগ নিয়ে আরও অনেক কিছু লিখার আছে কিন্তু সময়ের জন্য পারি না। আজ এই পর্যন্ত । পরের পর্ব গুলো মিস করবেন না। ব্লগ নিয়ে অনেক চমক আসছে!!!
টেকটিউনস কে অনেক দিন আগে একটা request করছিলাম যে আমার ব্লগ নিয়ে টিউন গুলো চেইন টিউন-এ অ্যাড করার জন্য।
@"admin/mod" যদি ভাল লাগে তাহলে আমার টিউন গুলো চেইন টিউন-এ অ্যাড করতে পারেন।
ভাল থাকবেন সবসময়।
আমি Dz-MiR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রীলেন্সিং শেখার জন্য এই সাইটি ভিজিট করতে পারেন।সম্পুর্ন ফ্রীল্যন্সিং এর উপরে
http://bdjob24x7.blogspot.com/