আমরা প্রতিনিয়ত আমাদের সময় বাচাঁনোর জন্য চেষ্টা করি। যেকোন কাজ যাতে সহজে এবং স্বল্প সময়ে হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হয়। আর আমাদের এই দৈনন্দিন এই কাজগুলোকে সহজ করার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকি। দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য ফ্রি এবং অনলাইন ওয়েব সার্ভিস পাওয়া কঠিন কোন বিষয় নয়। কিন্তু মাইক্রোসফটের ফ্রি এবং অনলাইন অ্যাপ্লিকেশন আমাদের খুবই প্রয়োজনীয় হতে পারে।
আজ আমি মাইক্রোসফটের কিছু টুলস নিয়ে টিউন করব। আমার মনে হয় টিউনটি সকলের কাজে আসবে বিশেষ করে ডিজাইনার, ডেভালাপার, ম্যানেজার, অফিসের কর্মকর্তা, শিক্ষার্থীরা। চলুন কথা না বাড়িয়ে টুলস গুলো এক নজরে দেখি আসি।
Office Live এই সার্ভিসের মাধ্যমে ফ্রি অনলাইন স্টোরেজ এবং ডকুমেন্ট শেয়ার করা যাবে। এখানে ৫জিবি পর্যন্ত ফাইল স্টোর করা যাবে এবং যেকোন ব্যক্তির সাথে শেয়ার করা যাবে। আপনার ওয়েব ব্রাউজার থেকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট পারবেন।
মাইক্রোসফট My Phone আপনার মোবাইলের তথ্য সিঙক্রোনাইজ করে একটি ওয়েব সাইটে যা মাইক্রোসফট কর্তৃক হোস্টেড। যদি আপনার ফোন চুরি হয়ে যায় অথবা আপনি যদি নতুন ফোনে আপগ্রেড করতে চান, আপনি খুব সহজেই কন্টাক্ট, অ্যাসাইনম্যান্ট ক্যালেন্ডার, ছবি এবং অন্যান্য তথ্য My Phone থেকে রিসোর্ট করতে পারেন। বেশির ভাগ ফোনেই উইন্ডোজ মোবাইল ৬ রান করা যায় এবং এর সাথে My Phone সার্ভিসও ব্যবহার করা যাবে।
আপনার পিসির সুরক্ষার জন্য উইন্ডোজ Live Safety Scanner একটি ফ্রি সার্ভিস।
উইন্ডোজ লাইভ Sky Driver যেকোন উইন্ডোজ এবং মেকিন্টোস কম্পিউটারে ফায়ারফক্স১.৫ অথবা আরও আপডেট অথবা ইন্টারনেট এক্সপ্লোলার ৬ অথবা আরও আপডেট ভার্সনে কাজ করবে। ইন্টারনেট সংযোগ রয়েছে এমন কম্পিউটারে২৫জিবি পর্যন্ত ফ্রি অনলাইন সাটোরেজ করা যাবে। আপনি পার্সোনাল, শেয়ার এবং পাবলিক ইত্যাদি ফোল্ডার তৈরি পারবেন এবং কে কোন ফাইল দেখবে তাও নির্বাচন করতে পারবেন।
Office Live Small Business আপনার কম্পানীতে ফ্রিতে পার্সোনাল ওয়েব প্রিসেন্স তৈরির প্রয়োজনীয় সকল কিছুই প্রদান করবে এবং এর সাথে খুব সহজেই ওয়েব সাইট ডিজাইন এবং ম্যানেজমেন্ট টুলস, ১০০ ইমেইল একাউন্ট ব্যবহার করতে পারবেন। এছাঢ়াও আরও কিছু ফ্রি পার্সোনাল বিজনেস অ্যাপ্লিকেশন পাবেন যার মাধ্যমে কাস্টমার, প্রজেক্ট এবং ডকুমেন্ট ম্যানেজ করতে পারবেন।
Live Sync এই সার্ভিসের মাধ্যমে পিসি অথবা ম্যাক কম্পিউটারের যেকোন প্রয়োজনীয় ফাইলস আপ টু ডেট রাখতে পারেন। এর মাধ্যমে খুব সহজেই আপনার বন্ধু অথবা অন্য কারো সাথে ফাইল শেয়ারের জন্য ফাইল শেয়ার করতে পারেন।
উইন্ডোজ লাইভের Silver Light Streaming একটি কমপেনিয়ন সার্ভিস Silver Light-এর জন্য যা ডেভালাপার এবং ডিজাইনারের কাজ সহজ করবে। এই সার্ভিসের মাধ্যমে মাধ্যমে ওয়েব ডিজাইনার এবং ডেভালাপাররা হোস্টিং এর জন্য একটি ফ্রি সলিউশন এবং ক্রস-প্লেট ফর্ম, ক্রস-ব্রাউজার মিডিয়া এবং উন্নত অভ্যন্তরীণ অ্যাপ্লিকেশন এই বিষয়ে অভিজ্ঞতা লাভ করবে।
The Microsoft Translator একটি ফ্রি অনলঅইন ট্রান্সলেটর সার্ভিস। আপনি টাইপ অতবা পেস্ট করে টেক্স দিলেই ট্রান্সলেট হয়ে যাবে। তবে এর পূর্বে কোন ভাষায় ট্রান্সলেট করতে চান তা নির্বাচন করতে হবে।
Live Mesh এর সাথে আপনি সিঙক্রোনাইজ এবং সকল ডিভাইসের ফাইল এক্সেস করতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার ফাইল কপি আপডেট রাখতে পারেন। এটি খুবই সহজ চাইলে আপনি এখনই যেকোন ডিভাইস থেকে অথবা ওয়েব থেকে আপনার ফাইল অন্যের সাথে শেয়ার করতে পারেন।
সেরা এই সার্ভিসগুলো আপনাকে শুধু মাত্র মাইক্রোসফটই দিবে তাও আবার সম্ফূর্ণ ফ্রিতে।
আপনারে এই রকম আরও কিছু অ্যাপ্লিকেশনের কথা জানলে আমাদের সাথে শেয়ার করুন।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
খুবই তথ্যবহুল টিউন।
ধন্যবাদ ইয়াসিন আরাফাত ভাইকে।