ডিজাইনার ট্রেনিং সাইটের সর্বশেষ অবস্থা

গত ১৫ তারিখে বেটা (Beta) ভার্সন প্রকাশিত হবার পর "ডিজাইনার ট্রেনিং" সাইটে বেশ কিছু কাজ হয়েছে। সাইটকে পূর্ণাঙ্গরূপ দিতে আমরা প্রতিদিন কাজ করছি। এই মূহুর্তে সাইটি বেটা ভার্সনে রয়েছে। ফলে স্বাভাবিকভাবে অনেক ছোটখাট ত্রুটি থাকতে পারে। পাশাপাশি আরো কিছু ফিচার যোগ করার পরিকল্পনা রয়েছে। আপনাদের কোন পরামর্শ বা সাইট ব্যবহারে কোন সমস্যা থাকলে তা আমাদেরকে "ব্যবহারকারীদের মতামত" অংশের মাধ্যমে জানিয়ে দিন। আপনাদের মতামতগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

এই মূহুর্তে সাইটে বেশ কয়েকজন ব্যবহারকারী রেজিষ্ট্রেশন করেছেন। এরই মধ্যে কয়েকজন ফটোশপের বাংলা টিউটোরিয়াল লিখে জমা দিয়েছেন। আরো কয়েকজন টিউটোরিয়াল লিখছেন বলে জানিয়েছেন।  যারা ফটোশপে একদম নতুন তাদের জন্য আমি "ফটোশপ স্কুল" শিরোনামে একটি ধারাবাহিক টিউটোরিয়াল লিখছি।

যারা টিউটোরিয়াল, ব্লগ বা সাইটটি টেস্ট করে মন্তব্য প্রদানে আগ্রহী তারা [email protected] ঠিকানায় ইমেইল করে আপনার আগ্রহের কথা জানিয়ে দিন। ফিরতি ইমেইলে রেজিস্ট্রেশন করার জন্য একটি লিংক দেয়া হবে। আশা করছি সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে খুব শিঘ্রীই সাইটটি পূর্ণতা পাবে।

Designer Training

Level 0

আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাদের সাইটটি আমার অনেক ভালো লেগেছে ……………….

অতুলনীয় উদ্যাগ, নাইস ডিজাইন ও নেভিগেশন আর সব মিলিয়ে অসাধারণ… আমার মতে আপনি একটি ইনভাইটেশন মডিউল ইউজারদের জন্য তৈরি করে দিন যাতে তারা অন্যদেরও ইনভাইটেশন পাঠাতে পারে। আর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি ইমেইলের মাধ্যমে না করে একটি অটোমেটেড সিস্টেম বা ফরম পূরণের পর approval সিস্টেমের ব্যবস্থা করে দিলে বেটা ভার্সনের উপোযগিতা পাওয়া যাবে।